Saturday, January 17, 2026

প্রথা ভাঙছেন, প্রোটোকল মানুন রাজ্যপাল: কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের রাজ্য-রাজপাল সংঘাত। রাজভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার পরেই সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) জানান, শীতলকুচিতে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। রাজ্যপালের এই জেলা সফর নিয়ে এবার কড়া চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিঠিতে তিনি বলেন, রাজ্যপাল দীর্ঘদিনের প্রথা ভাঙছেন। ধনকড়কে নির্দিষ্ট প্রোটোকল মেনে চলার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী।

চিঠিতে রাজ্যের প্রোটোকল এবং রীতি সংক্রান্ত ম্যানুয়াল স্মরণ করিয়ে দেন মমতা। চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রথামাফিক সরকারের নির্দেশ পাওয়ার পর রাজ্যপালের জেলা সফরসূচি চূড়ান্ত করেন রাজ্যপালের সচিব। রাজ্যপালকে কোনও আবেদন জানানোর আগে রাজ্য সরকার, সংশ্লিষ্ট জেলার আধিকারিকের সঙ্গে আলোচনা করেন রাজ্যপালের (Governor) সচিব”। এ ক্ষেত্রে তা মানা হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

চিঠিতে মমতা লেখেন, “সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছেন যে আগামিকাল কোচবিহারে (Coochbehar) যাচ্ছেন ধনকড়”। এটা প্রোটোকল বিরুদ্ধ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “দুঃখজনকভাবে এই সফর দীর্ঘদিনের প্রথা লঙ্ঘন করছে বলে আমার মনে হয়েছে। এটা রাজ্য স্বরাষ্ট্র দফতরের ১৯৯০ সালের ‘ম্যানুয়্যাল অফ প্রোটোকল অ্যান্ড সেরিমনিয়্যালস’-এর পরিপন্থী।এই প্রোটোকল কয়েক দশক ধরে সুপ্রতিষ্ঠিত। তাই আমি আশা করছি যে নির্দিষ্ট প্রোটোকল মেনে চলবেন আপনি এবং বিভিন্ন জায়গায় সফরের হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন”।

এর আগেও রাজ্য সরকারকে বাদ দিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে রাজ্যপালের বৈঠক নিয়ে প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এবার শীতলকুচি সফর নিয়ে করা চিঠি পাঠালেন মমতা।

আরও পড়ুন- “ভ্যাকসিন উৎপাদন বাড়ান, বাংলায় জমি দিতে তৈরি আমরা”, মোদিকে চিঠি মমতার

Advt

 

spot_img

Related articles

রণসংকল্প যাত্রায় আজ বহরমপুরে অভিষেকের রোড শো 

কখনও তিনি র‍্যাম্পে 'ভূত'দের হাটাচ্ছেন, কখনও আবার রোড শোতে গাড়ির মাথায় উঠে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোকাট্টা করার জোরালো...

আজ হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস করার পর আজ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নয়া ভবনের উদ্বোধন অনুষ্ঠানে...

দুবছরের অপেক্ষার অবসান, বক্সায় ক্যামেরাবন্দি বাঘের ছবি

বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে (Buxa Tiger Reserve) শেষবার ডোরাকাটার দর্শন মিলে ছিল ২০২৩ সালে। পরবর্তী দুই বছরে অপেক্ষায়...

কেমন যাবে আপনার আজকের দিনটি…

মেষ: কাজের সন্ধানে বিদেশ বা দূরস্থানে যোগাযোগের সম্ভাবনা। আর্থিক উন্নতি আশা। তবে দূরে যাতায়াতে সতর্ক থাকুন। বৃষ: সৃজনশীলদের জন্য...