Thursday, August 21, 2025

দেশে অক্সিজেনের জোগান দিতে ফ্রান্স থেকে অক্সিজেন প্ল্যান্ট আনছেন সোনু সুদ

Date:

Share post:

গত বছর থেকে আজও অভিনেতা সোনু সুদের অতিমারি পরিষেবা অব্যাহত। কোভিডের দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে গোটা দেশ । দেশ জুড়ে অক্সিজেনের চরম অভাব। প্রতি মুহূর্তে কোনও না কোনও প্রান্তে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু ঘটছে। ঠিক সেই সময়েই ফের এক অভিনব উদ্যোগ নিলেন সোনু সুদ (Sonu Sood)। দেশের বিভিন্ন স্থানে অক্সিজেনের জোগান দিতে ফ্রান্স ও অন্যান্য দেশ থেকে অক্সিজেন প্ল্যান্ট (Oxygen Plant) আনছেন মানুষের সেবায় নিয়োজিত এই অভিনেতা।
এক বিবৃতি থেকে জানা গিয়েছে, শুরুতে অন্তত ৪টি প্ল্যান্ট আনা হবে। মহারাষ্ট্র এবং দিল্লির মতো সর্বাধিক ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে বসানো হবে এই প্ল্যান্ট। প্রথম প্ল্যান্ট আগামী ১০-১২ দিনের মধ্যেই দেশে চলে আসবে।


সোনু জানিয়েছেন , সময় এখন সব থেকে বেশি দামি। আমি এবং আমার দল মিলে খুব চেষ্টা করছি যাতে অক্সিজেন প্ল্যান্টগুলি তাড়াতাড়ি এ দেশে পৌঁছয়। আর কত মানুষ মরবে!
অভিনেতা আরও জানিয়েছেন, এই প্ল্যান্টগুলি শুধুমাত্র যে হাসপাতালগুলিতে অক্সিজেনের সরবরাহ করবে, তাই নয়, অক্সিজেন সিলিন্ডার আর ফাঁকা পড়ে থাকবে না। এর ফলে অনেক রোগীর প্রাণ বাঁচতে পারে।
গোটা খরচটাই নিজের পকেট থেকে দেবেন সোনু ।অভিনেতা জানিয়েছেন, “অক্সিজেন সিলিন্ডারের অভাবে বহু মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা যা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে পেয়েছি, সেগুলি যেখানে যেখানে প্রয়োজন মুমূর্ষূ কোভিড রোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এ জন্য নিজের ১০ কোটি টাকার সম্পত্তি বন্ধকও রেখেছেন অভিনেতা।


গত ১ বছর ধরে নিজের পকেটের টাকা খরচা করে যেভাবে তিনি দুস্থ পরিযায়ী শ্রমিক থেকে কোভিড রোগীদের সেবা করে গিয়েছেন, কখনও বা অনাথ শিশুর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আজ আমজনতার কাছে সোনু সুদ ‘ঈশ্বরের দূত’। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত মুম্বইবাসীরা তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন সাহায্য প্রার্থনা করে। কাউকে ফিরিয়ে দেননি সোনু। সবার অভাব-অভিযোগ শুনে সাহায্যের হাত বাড়িয়েছেন।

Advt

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...