হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রকাশ পাডুকোন( Prakash Padukone) গত ১ মে করোনা ( corona)আক্রান্ত হন তিনি। এরপর বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রকাশ পাডুকোনকে। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন এই ব্যাডমিন্ট তারকা।

এদিন প্রকাশের বন্ধু বিমল কুমার বলেন, “ভাল আছে প্রকাশ। বাড়িতে রয়েছে। পরিবারের সকলেই সুস্থ হয়ে উঠেছে।” প্রকাশ পাডুকোন করোনা আক্রান্ত হওয়ার পরই আক্রান্ত হন ওনার স্ত্রী এবং দুই মেয়ে দীপিকা পাডুকোন এবং ছোট মেয়ে অনিশা পাডুকোন। এখন তাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন।

প্রথম ভারতীয় হিসেবে ১৯৮০ সালে অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রকাশ পাডুকোন। প্রথম ভারতীয় হিসেবে ১৯৮৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন তিনি।

আরও পড়ুন:দ্বিতীয়বার করোনার রিপোর্ট পজিটিভ ঋদ্ধির, সমর্থকদের উদ্দেশে বার্তা পাপালির
