করোনার (Corona) ভয়াল পরিস্থিতিও অ্যাডভেঞ্চারের নেশা তাঁকে দূরে সরাতে পারেনি। জীবন বাজি রেখে প্রবল উদ্যমে এভারেষ্ট শৃঙ্গ (Mount Everest) জয় করলেন তাশি ইয়াঙ্গজোম (Tashi Yaungom)। বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গে পুঁতে দিলেন ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা (National Flag of India)। বছরের প্রথম ভারতীয় মহিলা হিসেবে গত ১১ মে এই রেকর্ড গড়লেন অরুণাচলের (Arunachal Pradesh) পর্বতারোহী (Mountaineer).

আরও পড়ুন:একুশের করোনা পরিস্থিতি আরও বেশী বিপদজনক, ভারত নিয়ে উদ্বেগ প্রকাশ করল হু

এমন সাফল্যের পর থেকেই অভিনন্দনের বন্যায় ভেসে যাচ্ছেন তাশি। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (CM) পেমা খান্ডু (Pema Khandu) ট্যুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরণ রিজিজু (Kiran Rijiju) ও অরুনাচলের রাজ্যপালও। শুধু অরুণাচল নয়, তাশির এমন কৃতিত্বে গর্বিত গোটা দেশ।