Thursday, August 28, 2025

মোদির বিরুদ্ধে পোস্টার সাঁটিয়ে প্রতিবাদ, দিল্লিতে গ্রেফতার ১২

Date:

Share post:

দেশে চরম আকার ধারণ করেছে করোনা। প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। সপ্তাহের শুরুতে তো আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছিল চার লক্ষের গণ্ডি। এই পরিস্থিতিতে টিকা সঙ্কটের জেরে বারবার বিরোধীরা নিশানা করেছে কেন্দ্রীয় সরকারকে। এ বার দেশে টিকার অপ্রতুলতার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলে অসংখ্য পোস্টার-ব্যানারে ছেয়ে গেল গোটা দিল্লি। যেখানে লেখা রয়েছে, “মোদি জি, আমাদের ছেলেমেয়েদের ভ্যাকসিন বিদেশে কেন পাঠালেন?” তারপরই গ্রেফতার অন্তত ১২।

দিল্লির একাধিক জায়গায় প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে পোস্টার-ব্যানার সাঁটানো হয়েছে। যেখানে লেখা রয়েছে, “মোদি জি, আমাদের ছেলেমেয়েদের ভ্যাকসিন বিদেশে কেন পাঠালেন?” সূত্রের খবর প্রায় আটশো-র ও বেশি এই ধরণের পোস্টার উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ডিফেসমেন্ট অব পাবলিক পপার্টি অ্যাক্ট-সহ একাধিক ধারায় ১৩টিরও বেশি এফআইআর করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংগঠিত ভাবেই এই পোস্টার লাগানোর কাজ করা হয়েছে বলে পুলিশের শীর্ষকর্তাদের একাংশের অনুমান।

কোভিশিল্ড ও কোভ্য়াক্সিন অনুমোদিত হওয়ার পর একাধিক দেশে ভ্যাকসিন পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল বিরোধীরা। যদিও বর্তমানে বিদেশে টিকা রফতানি বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, কিছুটা কম হলেও গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৯০ জন। তবে স্বস্তি দিয়ে এদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন। বর্তমানে দেশে মোট রোগীর সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৭৩ হাজার ৮০২। এখনও অবধি মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৮৯৮ জন।

আরও পড়ুন- ভোটের ফলাফল বিশ্লেষণে দিলীপের ডাকা বৈঠক এড়াচ্ছেন দলবদলু থেকে হেরো প্রার্থীরা

Advt

 

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...