অতিরিক্ত মাছ ধরা রুখতে এবার এগিয়ে এলেন জেজে

অতিরিক্ত মাছ ধরা রুখতে এবার এগিয়ে এলেন জেজে(Jeje) । গ্রামবাসীর পাশে দাঁড়ালেন ইস্টবেঙ্গলের( eastbengal) এই ফরোয়ার্ড। বেশ কয়েকদিন ধরে তুইচাং(Tuichang ) নদীতে অতিরিক্ত মাছ ধরার ঘটনা উঠে আসছে। যাতে দুর্বিষহ হয়ে উঠছিল জেলেদের জীবন। তাই এবার অতিরিক্ত মাছ ধরা রুখতে এগিয়ে এলেন জেজে।

অতিরিক্ত মাছ ধরার ফলে গ্রামের জেলেদের জীবিকা নির্বাহে খুবই সমস্যা হচ্ছিল। তাই এই কাজে এগিয়ে এলেন ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার। অতিরিক্ত মাছ ধরা রুখতে একটি দল গঠন করেছে জেজে। দলের নাম রেখেছে  মডেল ভেঙ্গ হেন্থিয়াল।

এই বিষয়ে জেজে বলেন,” এক বছরের বেশি সময় ধরে অতিরিক্ত মাছ ধরার কারণে তুইচাং নদীতে মাছের সংখ্যা কমে গেছে। স্থানীয় জেলেরা, যারা জীবিকা নির্বাহের জন্য নদীর ওপরই নির্ভর করে। তাদের কাছে এটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। গত এক বছরে, এই অঞ্চলে যাতে মাছ বেশি না ধরা হয়, তা নিশ্চিত করার জন্য আমরা এই নদীর প্রান্তে টহল দেওয়ার পালা করেছি। ”

আরও পড়ুন:করোনা যুদ্ধে এগিয়ে এলেন স‍ৌরভ, অক্সিজেন কনসেন্ট্রেটরের ব‍্যবস্থা করলেন মহারাজ

Advt

 

Previous articleভোটের ফলাফল বিশ্লেষণে দিলীপের ডাকা বৈঠক এড়াচ্ছেন দলবদলু থেকে হেরো প্রার্থীরা
Next articleমোদির বিরুদ্ধে পোস্টার সাঁটিয়ে প্রতিবাদ, দিল্লিতে গ্রেফতার ১২