Wednesday, November 12, 2025

করোনা মোকাবিলায় গাফিলতি, মোদিকে কাঠগড়ায় তুললেন RSS প্রধান ভাগবত

Date:

Share post:

করোনা মোকাবিলায় গাফিলতি ও ব্যর্থতার অভিযোগ তুলে এতদিন বিরোধী শিবিরই প্রধানমন্ত্রী মোদির সমালোচনায় মুখর ছিলো৷ এবার ওই একই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের রাশ যে সংগঠনের হাতে রয়েছে, সেই RSS-এর প্রধান মোহন ভাগবতের (RSS chief Mohan Bhagwat) নিশানায় নরেন্দ্র মোদি (Modi)৷ ভাগবতের মন্তব্যে স্পষ্ট হয়েছে, সঙ্ঘ আর সেভাবে আস্থাভাজন বলে মনেই করছেনা মোদিকে৷

দেশে ভয়াবহ হয়ে ওঠা করোনা (COVID19) সংক্রমণ নিয়ন্ত্রণে ঢিলেঢালা মনোভাব প্রদর্শনের জন্য কেন্দ্রীয় সরকারের গাফিলতিকেই দায়ী করলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। সঙ্ঘ প্রধানের মন্তব্য, “করোনার প্রথম ঢেউয়ের পর সরকার গা ছাড়া মনোভাব নিয়েছিলো। সরকার ও প্রশাসন এবং সাধারণ মানুষ, কেউই গুরুত্ব দিইনি। অথচ সবাই জানতাম যে দ্বিতীয় ঢেউ আসছে। চিকিৎসকরাও আমাদের সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু, দেশের সরকার পাত্তা দেয়নি।” ঠিক এভাবেই ভাগবত মোদি সরকারের ব্যর্থতা ও গাফিলতিকেই নিশানা করেছেন৷

সংক্রমণ ও তার জেরে মৃত্যু মিছিলের জেরে গোটা দেশ আতঙ্কিত, ভীত, চরম হতাশার শিকার দেশবাসী। মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ও ইতিবাচক মনোভাব তৈরি করতে ‘পজিটিভিটি আনলিমিটেড’ নামে ধারাবাহিক বক্তৃতা সভা চালু করেছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এই কাজ করছে RSS-এর ‘কোভিড রেসপন্স টিম’। গত ১১ মে থেকে সঙ্ঘের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। শনিবার সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। ভার্চুয়াল মাধ্যমে এদিন ভাষণ দেওয়ার সময়ই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের এই আকাশছোঁয়া প্রকোপের জন্য দেশের সরকার ও দেশবাসীকে এক সারিতে দাঁড় করান তিনি। একইসঙ্গে বর্তমান পরিস্থিতি থেকে সরকারের শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য তৈরি থাকা উচিত বলেও মন্তব্য করেছেন ভাগবত।

সঙ্ঘপ্রধানের বক্তব্য, এখন ওরা বলছে, তৃতীয় ঢেউও আসতে পারে। তাহলে কি আমাদের ভয় পাওয়া উচিত? নাকি ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে বিজয়ী হতে সঠিক মনোভাব বজায় রাখতে হবে? সঙ্ঘপ্রধান বলেন, ভারতকেও এই মহামারী জয় করতে হবে। জীবন-মৃত্যুর এই চক্র চলতেই থাকবে, এতে আমরা ভয় পাই না। এটা হল সেই পরিস্থিতি, যা আমাদের ভবিষ্যতের জন্য প্রশিক্ষিত করে তোলে। সাফল্য চূড়ান্ত গন্তব্য নয়। আবার ব্যর্থতাতেই সব শেষ নয়। সাহস জারি রাখাটাই আসল কথা।

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...