Tuesday, August 26, 2025

করোনা মোকাবিলায় গাফিলতি, মোদিকে কাঠগড়ায় তুললেন RSS প্রধান ভাগবত

Date:

Share post:

করোনা মোকাবিলায় গাফিলতি ও ব্যর্থতার অভিযোগ তুলে এতদিন বিরোধী শিবিরই প্রধানমন্ত্রী মোদির সমালোচনায় মুখর ছিলো৷ এবার ওই একই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের রাশ যে সংগঠনের হাতে রয়েছে, সেই RSS-এর প্রধান মোহন ভাগবতের (RSS chief Mohan Bhagwat) নিশানায় নরেন্দ্র মোদি (Modi)৷ ভাগবতের মন্তব্যে স্পষ্ট হয়েছে, সঙ্ঘ আর সেভাবে আস্থাভাজন বলে মনেই করছেনা মোদিকে৷

দেশে ভয়াবহ হয়ে ওঠা করোনা (COVID19) সংক্রমণ নিয়ন্ত্রণে ঢিলেঢালা মনোভাব প্রদর্শনের জন্য কেন্দ্রীয় সরকারের গাফিলতিকেই দায়ী করলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। সঙ্ঘ প্রধানের মন্তব্য, “করোনার প্রথম ঢেউয়ের পর সরকার গা ছাড়া মনোভাব নিয়েছিলো। সরকার ও প্রশাসন এবং সাধারণ মানুষ, কেউই গুরুত্ব দিইনি। অথচ সবাই জানতাম যে দ্বিতীয় ঢেউ আসছে। চিকিৎসকরাও আমাদের সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু, দেশের সরকার পাত্তা দেয়নি।” ঠিক এভাবেই ভাগবত মোদি সরকারের ব্যর্থতা ও গাফিলতিকেই নিশানা করেছেন৷

সংক্রমণ ও তার জেরে মৃত্যু মিছিলের জেরে গোটা দেশ আতঙ্কিত, ভীত, চরম হতাশার শিকার দেশবাসী। মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ও ইতিবাচক মনোভাব তৈরি করতে ‘পজিটিভিটি আনলিমিটেড’ নামে ধারাবাহিক বক্তৃতা সভা চালু করেছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এই কাজ করছে RSS-এর ‘কোভিড রেসপন্স টিম’। গত ১১ মে থেকে সঙ্ঘের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। শনিবার সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। ভার্চুয়াল মাধ্যমে এদিন ভাষণ দেওয়ার সময়ই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের এই আকাশছোঁয়া প্রকোপের জন্য দেশের সরকার ও দেশবাসীকে এক সারিতে দাঁড় করান তিনি। একইসঙ্গে বর্তমান পরিস্থিতি থেকে সরকারের শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য তৈরি থাকা উচিত বলেও মন্তব্য করেছেন ভাগবত।

সঙ্ঘপ্রধানের বক্তব্য, এখন ওরা বলছে, তৃতীয় ঢেউও আসতে পারে। তাহলে কি আমাদের ভয় পাওয়া উচিত? নাকি ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে বিজয়ী হতে সঠিক মনোভাব বজায় রাখতে হবে? সঙ্ঘপ্রধান বলেন, ভারতকেও এই মহামারী জয় করতে হবে। জীবন-মৃত্যুর এই চক্র চলতেই থাকবে, এতে আমরা ভয় পাই না। এটা হল সেই পরিস্থিতি, যা আমাদের ভবিষ্যতের জন্য প্রশিক্ষিত করে তোলে। সাফল্য চূড়ান্ত গন্তব্য নয়। আবার ব্যর্থতাতেই সব শেষ নয়। সাহস জারি রাখাটাই আসল কথা।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...