Wednesday, August 27, 2025

কোভিড বিধি মেনে, ভ্যাকসিনের ডোজ নিয়ে পুরীতে শুরু হলো জগন্নাথ দেবের রথনির্মাণ 

Date:

Share post:

করোনা সংকটের (corona pandemic) মধ্যেই চিরাচরিত প্রথা ও ধর্মীয় রীতিনীতি মেনে অক্ষয় তৃতীয়ার (Akshay tritiya)দিন পুরীতে (Puri) শুরু হলো জগন্নাথ দেবের (Jagannath Dev)রথ নির্মাণ। সেইসঙ্গে জগন্নাথ দেবের চন্দন যাত্রাও (Chandan jatra)সুসম্পন্ন হল। মন্দির সূত্রে জানানো হয়েছে ১৪৪ ধারা জারি করে ধর্মীয় রীতি ও আচার মেনেই মহাপ্রভু জগন্নাথ দেবের রথ নির্মাণ (Rath nirmana)শুরু হলো। সুপ্রিম কোর্টের (supreme court order)নির্দেশ মেনে গতবছরের মতো এদিনও ভক্তহীন চন্দনযাত্রা সম্পন্ন হল । রীতি মেনে নীলমাধবের প্রতিনিধি হয়ে মদনমোহন শোভযাত্রা করে রাজকীয় দোলায় চেপে পৌঁছে গিয়েছিলেন ইন্দ্রদ্যুম্ন সরোবরে। সঙ্গে ছিলেন মন্দির থেকে যাওয়া পঞ্চপাণ্ডবও। মন্দির থেকে সরোবরে গিয়ে নৌকাবিহার সেরে ফিরে এলেন মদনমোহন। যদিও গত বছর করোনার (Coronavirus) সংক্রমণের জেরে মন্দিরের ভিতরেই চন্দনযাত্রা হয়েছিল। কিন্তু এবার লকডাউন (Lockdown) সত্ত্বেও দেড় কিমি দূরের ইন্দ্রদ্যুম্ন সরোবরে হয়েছে দেবতার নৌকাবিহার। এই সরোবর চন্দন পুষ্করণী নামেও অভিহিত হয়ে থাকে।

আর এদিনই ছিল অক্ষয়তৃতীয়া। এদিন থেকেই রাজপুরোহিত ও মন্দিরের প্রবীণ সেবায়েতদের উপস্থিতিতে শুরু হল রথের নির্মাণ। মন্দির পরিচালন সমিতির প্রবীণ সদস্য নীলকণ্ঠ মহাপাত্র জানিয়েছেন, “চন্দনযাত্রা ও রথের নির্মাণ, দুই অনুষ্ঠানেই পৌরাণিক ধর্মীয় আচার-রীতির পাশাপাশি কোভিড বিধিও কঠোরভাবে মানা হয়েছে।” মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে কারিগররা রথ নির্মাণ করছে, তাদের পক্ষে ৬ ফুট দূরত্ব মেনে কাজ করা সবসময় সম্ভব নয় । তাই তাদের প্রত্যেককেই ভ্যাকসিনের দুটি ডোজ সম্পূর্ণ করিয়ে দেওয়া হয়েছে। যাতে দূরত্ব বৃদ্ধি সবসময় বজায় রাখা না গেলেও সংক্রমনের ভয় না থাকে। সুপ্রিম কোর্টের গাইড লাইন মেনে গতবছরের মতো এবারও কোভিডবিধি মেনে ভক্তহীন রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন পুরীর মন্দিরের অন্যতম প্রবীণ সেবায়েত জগন্নাথ দৈত্যাপতি। আগামী ১২ জুলাই রথযাত্রা । এ বছর কি জগন্নাথ ভক্তরা দেব দর্শনে আসতে পারবেন? এই উত্তর এখনো পর্যন্ত কারো জানা নেই।

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...