Sunday, August 24, 2025

মোদি একজন ‘উলঙ্গ রাজা’, তোপ দেগে গেরুয়ার চক্ষুশূল কবি

Date:

Share post:

একটা সময় দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) থেকে শুরু করে গুজরাটের(Gujarat) মুখ্যমন্ত্রীর গালভরা প্রশংসা করেছিলেন তিনি। আর সেই সূত্রেই গেরুয়া শিবিরের ‘কাছের লোক’ হয়ে উঠতে দেখা গিয়েছিল কবি পারুল খাক্কারকে(parul Khakkar)। তবে করোনা পরিস্থিতিতে গঙ্গা যখন মৃতদেহের স্তুপে পরিণত হয়েছে তখন আর চুপ থাকতে পারেননি তিনি। বাঙালি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর(nirendranath Chakraborty) ‘উলঙ্গ রাজা’ কবিতার অনুকরণে তিনি লিখে ফেললেন কবিতা ‘শববাহিনী গঙ্গা’। সেখানে ‘রামরাজ্যের রাজা’কে উদ্দেশ করে পারুল প্রশ্ন করে বসেন, ‘রাজা তোর কাপড় কোথায়?’ এই কবিতার আক্রমণের লক্ষ্যে যে দেশের প্রধানমন্ত্রী সেটা বুঝতে অসুবিধা হয়নি কারো। এরপরই গেরুয়া শিবিরের চক্ষুশূল হয়ে উঠতে দেখা গেল গুজরাটি গৃহবধূ পারুল খাক্কারকে।

মোদি সরকার তো বটেই কবিতার পরতে পরতে পারুল তীব্র সমালোচনা করেছেন মিডিয়া, বিরোধী দল এবং সমাজের বেশকিছু অংশকে। যারা উলঙ্গ রাজার আমলে সত্যিটা দেখেও চুপ করে থাকছে। পারুল লিখেছেন, রাম রাজ্যে’র এই উলঙ্গ রাজা নাগরিকদের অসহায়তা, দারিদ্র্যের প্রতি উদাসীন। এই রাজ্যে গঙ্গা হয়ে উঠেছে ‘শববাহী যান’। রাজার নগ্নতা মানুষের সামনে এসে গিয়েছে, কিন্তু কেউ সাহস করে প্রশ্নটা করতে পারছে না, রাজা তোর কাপড় কোথায়?

আরও পড়ুন:বিপদের দিনে শোভনের পাশে হাজির রত্না , দেখা নেই বৈশাখীর!

পারুল কবিতাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর তাকে সরাসরি আক্রমণ শানাতে দেখা গিয়েছে বিজেপিরকে। কোথাও বা দেওয়া হয়েছে রীতিমতো হুমকি। তবে এই কবিতাটি যে বিপুল ভাবে জনপ্রিয় হয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। একাধিক ভাষায় অনুবাদ করা হয়েছে কবিতাটিকে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতি সামাল দিতে মোদি সরকার যে সম্পূর্ণ ব্যর্থ একথা শুধু দেশের অভ্যন্তরে নয়, বিদেশী সংবাদ পত্রও বারবার তুলে ধরেছেন। খোদ সঙ্ঘপ্রধান মোহন ভাগবত অভিযোগ তুলেছেন, সতর্কতা থাকা সত্ত্বেও সরকার করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্ক হয়নি বলে আজ এই পরিণতি। বরাবরের বিজেপি সমর্থক অনুপম খের মুখ খুলেছেন মোদি সরকারের বিরুদ্ধে। এবার রীতিমতো তোপ দাগতে দেখা গেল কবি পারুলকেও।

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...