করোনা (Corona) আক্রান্তদের থাকার জন্য সুরক্ষিত জায়গা হিসেবে এবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে (School) বেছে নিল রাজ্য সরকার। সেই মতো সব জেলাশাসককে চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর।

সিদ্ধান্ত অনুযায়ী, স্কুলগুলিকে ফাঁকা ও জীবাণুমুক্ত করতে বলা হয়েছে। এরপর রিপোর্ট (Report) পাঠাতে হবে সরকারের কাছে। কোভিড পরিস্থিতিতে এখন বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। খুব তাড়াতাড়ি লেখাপড়া শুরুর কোনও সম্ভাবনা নেই বললেই চলে। এই অবস্থায় স্কুলগুলিকে সেফহোম (Safehome) হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে মৃদু উপসর্গ থাকা রোগীদের সেফহোমে রেখে পর্যবেক্ষণ সঠিক বলে মনে করছে রাজ্য সরকার। কিন্তু সেফহোম কোথায় তৈরি হবে? তাই নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে সেফহোম হিসেবে বেছে নিয়েছে রাজ্য সরকার।
