Friday, May 16, 2025

সব নজর আজ হাইকোর্টে, আইনি লড়াই- এর পাশাপাশি চলবে নার্ভের লড়াইও

Date:

Share post:

শুধুই আইনি লড়াই নয়, আজ হাইকোর্টে হবে নার্ভের লড়াইও৷

নারদ-মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাশে দু’তরফের হয়ে আজ, বুধবার আইনি লড়াইয়ে নামবেন দেশের অন্যতম সেরা ৪ আইনজীবী৷ প্রথম পর্বেই এই মামলার শুনানি হতে পারে৷

বিচারবিভাগীয় হেফাজতে থাকা রাজ্যের চার নেতা-মন্ত্রীর জামিনের আর্জি নিয়ে ভার্চুয়াল মোডে সওয়াল করবেন অভিষেক মনু সিংভি এবং সিদ্ধার্থ লুথরা৷ থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও৷ আর CBI-এর তরফে এই দাবি খণ্ডন করতে আসরে নামবেন দেশের অ্যাটর্নি জেনারেল তুষার মেহতা এবং ওয়াই জে দস্তুর।

তবে দু’তরফের আইনি লড়াইকে ছাপিয়ে যেতে পারে রাজ্যের চার নেতা-মন্ত্রীর সঙ্গে CBI-এর প্রবল স্নায়যুদ্ধ৷ একদিকে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়, অপর দিকে প্রকাশ্যে তদন্তকারী সংস্থা CBI এবং পিছনে বিজেপি’র প্রবল নার্ভের লড়াইও আজ দিনভর চলতে পারে বলেই আইনি মহলের ধারনা৷ সোমবার নানা ঘটনার পর শেষপর্যন্ত মাঝরাতে জেলেই যেতে হয়েছে ফিরহাদ হাকিমদের৷ মঙ্গলবারও মেলেনি রেহাই৷ আজ কি জামিন মিলবে? বুধবার এর উত্তর পেতে পারেন চার নেতা-মন্ত্রী ৷

খুব স্বাভাবিক আইনি প্রক্রিয়া মেনে নিম্ন আদালতের রায়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি৷ নিম্ন আদালতে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে গেলে তার প্রত্যয়িত প্রতিলিপি প্রয়োজন৷ জানা গিয়েছে, বিষয়টি ই-মেলের মাধ্যমে হাইকোর্টে জানানো হয়৷ এবং আদালত তা গ্রহণ করে৷ একই ধরনের মামলায় সাধারণ মানুষ এমন সুযোগ পাননা৷ CBI পেয়েছে৷ সোমবার অনেক রাত পর্যন্ত এই মামলার শুনানি চলেছে৷ অতীতে হাইকোর্টে কবে এমন হয়েছে, বহু প্রবীণ আইনজীবী তা মনে করতে পারছেন না৷
সোমবারের শুনানিতে হাইকোর্ট ফিরহাদ হাকিম-সহ চারজনের বক্তব্য শোনেনি৷ CBI দাবি করছে, শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অংশ নিয়েছেন, ফলে বক্তব্য শোনা হয়নি এটা ঠিক নয়৷ অভিযুক্তদের তরফে এর প্রতিবাদ করে বলা হয়েছে, এই মামলায় সরকার অভিযুক্ত নয়, ব্যক্তিগতভাবে চার জন অভিযুক্ত ৷ সেক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল কী করবেন, সওয়াল করবেন তো অভিযুক্তদের আইনজীবী৷ সেই সুযোগ দেওয়া হয়নি৷

ওদিকে CBI-ধারনা করছে, বুধবার জামিন না মিললে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন ফিরহাদ হাকিমরা৷ তাই CBI-এর তরফে সতর্কতামূলক ক্যাভিয়েট করা হয়েছে শীর্ষ আদালতে ৷

আইনজীবীদের একাংশের অভিমত,
করোনা পরিস্থিতিতে গ্রেফতার ও জেলবন্দি করে রাখার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশিকা ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে লাগু হয়েছে৷ কলকাতা হাইকোর্টেরও জেলে ভিড় কমানোর নির্দেশ রয়েছে৷ বহু ক্ষেত্রে বিচারাধীন বন্দিদের জামিন দেওয়া হয়েছে৷ তাহলে এই চার অভিযুক্ত কেন জামিন পাবেন না ? আজ হাইকোর্টে এই প্রশ্নই বড় ভাবে উঠে আসতে পারে৷

গোটা রাজ্য তথা দেশের নজর আজ কলকাতা হাইকোর্টের দিকে৷ আইনি মহলের ধারনা, সওয়াল-পাল্টা সওয়াল দীর্ঘক্ষণ চলতে পারে৷ ফলে আদালতের নির্দেশ জানতে বেশ কয়েকঘন্টা অপেক্ষা করতে হতে পারে৷

আরও পড়ুন:উত্তরপ্রদেশে ফের বালিতে পোঁতা মৃতদেহ উদ্ধার

Advt

spot_img

Related articles

স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, ফিরছেন উইল জ্যাকস

মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) জন্য স্বস্তির খবর। যখন বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে নাম তুলে নিচ্ছেন, সেই সময় মুম্বই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৬ মে শুক্রবার ২০২৫১ গ্রাম      ১০ গ্রামপাকা সোনার বাট       ৯২১০ ₹   ৯২১০০ ₹খুচরো পাকা...

বাগানে আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন কাঁচরাপাড়ার নাবালক!

আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে। নৈহাটির (Naihati) শিবদাসপুর এলাকার এই ঘটনায়...

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...