সস্ত্রীক কোরোনা আক্রান্ত বুদ্ধদেব, হাসপাতালে মীরা

করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মীরা ভট্টাচার্য ভর্তি হয়েছেন বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ভাল আছেন মীরা ভট্টাচার্য। অক্সিজেন সাপোর্ট ছাড়াই তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৫-৯৬। তবে শ্বাসকষ্ট রয়েছে, জ্বর না থাকলেও জ্বরের নানা উপসর্গ রয়েছে। সব মিলিয়ে শারীরিক অস্বস্তি রয়েছে।

বুদ্ধবাবু হাসপাতালে ভর্তি হতে চাননি। বাড়িতেই তাঁর ৫ মিলিলিটার অক্সিজেন বাড়িয়ে দেওয়া হয়েছে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে। দীর্ঘদিন ধরে সিওপিডিতে আক্রান্ত বুদ্ধবাবু। বাড়িতেই তাঁকে মাঝে মধ্যে অক্সিজেন দেওয়া হয়। কার্যত মিনি হাসপাতাল তাঁর ব্রড স্ট্রিটের দু কামরার ফ্ল্যাট। তবে এর আগে মাঝে মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে গেলে বেশ কয়েকবার বুদ্ধবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা নজর রাখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর। প্রয়োজন হলে তাঁকে হাসাপাতালে নিয়ে আসা হবে।

আরও পড়ুন:সব নজর আজ হাইকোর্টে, আইনি লড়াই- এর পাশাপাশি চলবে নার্ভের লড়াইও

Advt

Previous articleসব নজর আজ হাইকোর্টে, আইনি লড়াই- এর পাশাপাশি চলবে নার্ভের লড়াইও
Next articleপ্রয়োজন ছিল ২ কোটি, কোভিশিল্ড এলো মাত্র ২ লক্ষ