প্রয়োজন ছিল ২ কোটি, কোভিশিল্ড এলো মাত্র ২ লক্ষ

প্রয়োজন ছিল অন্তত ২ কোটির। কিন্তু বুধবার সকালে রাজ্যে কোভিশিল্ড ভ্যাকসিন এলো মাত্র ২ লক্ষ। এলো পুণে থেকে।

দমদম বিমানবন্দর থেকে ভ্যাকসিন নিয়ে এসে সংরক্ষণ করা হয়েছে বাগবাজার সেন্ট্রাল স্টোরে। মোট ভ্যাকসিন এসেছে ২লক্ষ ১২ হাজার ৪৬০টি।

রাজ্য জুড়ে ভ্যকসিন নিতে মানুষ হাসপাতালে ঘুরে ঘুরে ক্লান্ত। আজ, বুধবার এসএসকেএম হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে। ভোর পাঁচটা থেকে লাইন শুরু হয়েছে। বিশাল লাইন ও দীর্ঘ অপেক্ষা। তবে চিকিৎসকরা মনে করছেন ভ্যাকসিন আসায় টিকা প্রক্রিয়া গতি পাবে।

আরও পড়ুন:সস্ত্রীক কোরোনা আক্রান্ত বুদ্ধদেব, হাসপাতালে মীরা

Advt

Previous articleসস্ত্রীক কোরোনা আক্রান্ত বুদ্ধদেব, হাসপাতালে মীরা
Next articleকেন্দ্র দিচ্ছেনা, ধনকড় নীরব, মমতার উদ্যোগে রাজ্যের টাকায় কেনা টিকা আজ আসছে শহরে