Monday, August 25, 2025

কাঞ্চন মল্লিকের উদ্যোগে প্যারিমোহন কলেজেও সেফহোম

Date:

Share post:

রাজ্যে বেলাগাম করোনা (Corona)। এবার সংক্রমণ মোকাবিলায় উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজেও সেফহোম (Safehome) চালু করতে চলেছে হুগলি (Hoogli) জেলা প্রশাসন | বিধায়ক কাঞ্চন মল্লিকের উদ্যোগে নিরাপদ নিভৃতবাস তৈরি হতে চলেছে। টুইট (Tweet) করে এ খবর জানান উত্তরপাড়ার নবনির্বাচিত বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। জেলা প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে কবে থেকে এই পরিষেবা পাবেন আইসোলেশনে থাকা রোগীরা, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে টুইট বার্তায় আশ্বস্ত করা হয়েছে, খুব দ্রুত এই পরিষেবা পৌঁছে যাবে কোভিড (Covid) আক্রান্তদের কাছে |মঙ্গলবার, জেলা প্রশাসনের তরফ থেকে মহকুমা শাসক, স্বাস্থ্য আধিকারিক, উত্তরপাড়ার বিধায়ক, প্যারিমোহন কলেজে গিয়ে পরিকাঠামো ঘুরে দেখেন | মোট ২০ টি শয্যার এই সেফহোমে ১০টি পুরুষ ও ১০টি বেড মহিলাদের জন্য বরাদ্দ রাখা হবে। সব সময়ের জন্য থাকবেন চিকিৎসক ও নার্স। থাকছে ওষুধ ও অক্সিজেনের ব্যবস্থাও। ২৪ ঘণ্টা থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবাও। করোনায় মৃদু উপসর্গের রোগীদের এখানে রাখা হবে | এছাড়া যে সকল করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে একান্তবাসের সুবিধা নেই, তাঁরাও এই সেফহোমে থাকতে পারবেন।

ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, সরকারি স্কুলগুলিকেও রূপান্তরিত করা হবে সেফহোমে | মঙ্গলবারই রাজ্য শিক্ষা দফতর জানিয়েছে, অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত কলকাতা-সহ বিভিন্ন জেলার স্কুলগুলিতে তৈরি হবে নিশ্চিন্ত নিভৃতবাস | এই বিষয়ে উত্তরপাড়ার যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, “এলাকার মানুষের সার্থে আমাদের বিধায়ক এই সেফহোমের ব্যবস্থা করেছেন। যখন যার যেটা দরকার উত্তরপাড়ার যুব তৃণমূলের কর্মীরা পাশে দাঁড়িয়েছে”।

Advt

 

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...