অক্সিজেনের মাত্রা ওঠা-নামা করছে, তবুও হাসপাতালে ভর্তি হতে নারাজ বুদ্ধবাবু

অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। বুধবার অক্সিজেন স্যাচুরেশন ৮৭ তে নেমে গিয়েছিল। কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই বর্ষীয়ান নেতাকে হাসপাতালে রাখার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তবুও জেদ, হাসপাতালে যাবেন না। তাই আপাতত বাড়িতেই চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধবাবু যেহেতু সিওপিডি-তে আক্রান্ত, তাতে অক্সিজেনের স্যাচুরেশনের মাপকাঠি সাধারণত ৮৮-৯০এর মধ্যে থাকবে। সিওপিডি-র সমস্যার কারণে গত কয়েকবছর ধরেই তাঁকে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের সাপোর্টে থাকতে হয়। সুতরাং তাঁর ক্ষেত্রে স্যাচুরেশন খুব একটা অস্বাভাবাবিক নয়। বুদ্ধবাবুর শরীরে বর্তমানে এই পরিমাণ অক্সিজেন ওঠানামা করছে। যদি এর নীচে নামতে শুরু করে, তাহলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যেখানে দ্রুত অক্সিজেন সাপোর্ট ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা সম্ভব হবে।যদিও হাসপাতালে যেতে একেবারেই রাজি নন বুদ্ধবাবু।
কোভিডে আক্রান্ত তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিকিৎসক কৌশিক চক্রবর্তী ও ধ্রুব ভট্টাচার্যের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বুদ্ধ পত্নীর। চিকিৎসকরা জানিয়েছেন, মীরা ভট্টাচার্যের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।

Advt