ঠিক কী কারণে মৃত্যু হয় মারাদোনার? উঠে এল চাঞ্চল্যকর তথ‍্য

দিয়েগো মারাদোনার ( Maradona) মৃত্যুর জন‍্য নাকি দায়ী চিকিৎসকরা। চিকিৎসকদের গাফিলতিতে নাকি মারা যান ফুটবল রাজপুত্র। বুধবার এমনই রিপোর্ট উঠে এল এক সংবাদ সংস্থার হাতে।

গত নভেম্বর মাসে প্রয়াত হন মারাদোনা। মারাদোনার মৃত্যুর কারণ হিসাবে উঠে আসে বিভিন্ন ঘটনা। একে অপরের দিকে আঙুল তুলে দোষারোপ এবং পাল্টা দোষারোপের পালা শুরু হয়। এরপরই থেকেই তদন্ত শুরু করে সেই সংবাদ সংস্থা। যে ঠিক কী কারণে প্রান হারান মারাদোনা। এই তদন্তের উঠে আসে চিকিৎসকদের গাফিলতিতে প্রান হারান মারাদোনা।

তদন্তকারী দল জানিয়েছে, ২৫ নভেম্বর মৃত্যুর ঠিক ১২ ঘন্টা আগে গুরুতর অসুস্থ হন মারাদোনা। আকার ইঙ্গিতে কিছু বলার চেষ্টা করেন। কিন্তু ঘরে কেউ না থাকায় তা দেখতে পাওয়া যায়নি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

 

Previous articleমুখ থুবড়ে পড়ছে মোদির জনপ্রিয়তা, বিরোধীরা নয়, বলছে আন্তর্জাতিক সমীক্ষা
Next articleঅক্সিজেনের মাত্রা ওঠা-নামা করছে, তবুও হাসপাতালে ভর্তি হতে নারাজ বুদ্ধবাবু