Friday, December 19, 2025

বেনজির ! নারদা- চার্জশিটে সাক্ষী ধনকড়, বিস্ময় সর্বত্র

Date:

Share post:

CBI-এর পেশ করা নারদা-চার্জশিটে সাক্ষী হিসেবে নাম আছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের৷ এই ঘটনায় বিস্মিত আইনজীবী মহল৷

নারদ-মামলায় (Narada) ৪ নেতা-মন্ত্রী এবং এক IPS অফিসারের বিরুদ্ধে যে চার্জশিট CBI জমা দিয়েছে, তাতে বেনজির ভাবে সাক্ষী (prime witness) তালিকায় নাম রয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar)।

আদালত সূত্রে খবর, মোট ৬১ জন সাক্ষীর নাম আছে চার্জশিটে৷ আর ৫২ নম্বর সাক্ষী হিসেবে রাখা হয়েছে বাংলার রাজ্যপালকে। এই ঘটনাকে বেনজির হিসাবে চিহ্নিত করেছে আইনি মহল। অতীতে এ রাজ্যে কোনও মামলায় রাজ্যপালকে সাক্ষী হিসেবে কখনই দেখা যায়নি।
গুরুত্বপূর্ণ বিষয়, সাক্ষী হিসাবে তাঁর নাম চার্জশিটে থাকায় ট্রায়াল চলাকালীন অভিযুক্তদের আইনজীবীরা নিশ্চিতভাবেই ধনকড়কে কাঠগড়ায় তুলে জেরা করার সুযোগ পাবেন৷এই মামলার বিচার চলার সময়ও তিনি যদি রাজ্যপাল থাকেন তাহলেও জেরার মুখে তাঁকে দাঁড়াতে হবে৷ তখন তিনি কোনও পদাধিকারী নন, নিতান্তই একজন সাক্ষী হবেন৷ আদালতের প্রশ্নের মুখেও ধনকড়কে পড়তে হতে পারে৷ দেশের কোনও রাজ্যের রাজ্যপাল এইভাবে রাজ্যপাল পদের অমর্যাদা ঘটিয়েছেন কি’না, তা কেউই মনে করতে পারছেন না৷ রাজনৈতিক মহলের ধারনা, রাজ্যপালকে সাক্ষী তালিকায় রেখে মামলার গুরুত্ব বাড়ানোর চেষ্টা করা হয়েছে। গত সোমবার নারদ- মামলায় ফিরহাদ হাকিম-সহ রাজ্যের ৪ নেতা-মন্ত্রীকে CBI গ্রেফতার করেছে৷ সেইদিনই এই মামলার চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা ৷

সাক্ষীর তালিকায় রাজ্যপালের নাম থাকায় তুমুল চাঞ্চল্য দেখা দিয়েছে আইন মহলে। প্রশ্ন উঠেছে,
◾রাজ্যের রাজ্যপাল কি নিম্ন আদালতে সাক্ষ্য দিতে আসতে পারেন ?
◾কোন আইনি যুক্তিতে রাজ্যপালকে সাক্ষী তালিকায় রাখা হলো?
◾ ট্রায়ালে তো রাজ্যপালকে কোনও প্রশ্নের জবাবদিহিও করতে হতে পারে আদালত বা বিপক্ষের আইনজীবীর কাছে৷ আইনগতভাবে তা কি সম্ভব ?
◾ট্রায়াল কোর্টের একজন বিচারক এবং সাংবিধানিক পদে থাকা রাজ্যপাল কার ক্ষমতা ও এক্তিয়ার বেশি?

এ প্রসঙ্গে হাইকোর্টের একাধিক বিশিষ্ট আইনজীবীর অভিমত, বলেন, বেনজির ঘটনা। সংবিধানের সঙ্গে খেলা চলছে৷ রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক রক্ষাকর্তা। তিনি গ্রেফতারিতে অনুমোদন দিয়েছেন বলে হয়তো তাঁকে সাক্ষী তালিকায় রাখা হয়েছে। আদালত চাইলে তাঁকে কোর্টে উপস্থিত হতেই হবে। রাজ্যপালের সাক্ষ্যগ্রহণে কোনও আইনি বাধা নেই। আদালত চাইলে রাজ্যপালের কাছে গোটা বিষয়টি জানতেও চাইতে পারে৷ তাঁর সাক্ষ্যগ্রহণে আদালত কমিশনও গঠন করতে পারে। তবে রাজ্যপালের সাক্ষ্যগ্রহণের প্রয়োজন আছে কি না, সে সিদ্ধান্ত আদালত নেবে।

আরও পড়ুন:শারীরিক টানাপোড়েনের মাঝেই সুব্রত-ফিরহাদরা তাকিয়ে কোর্টের দিকে

Advt

spot_img

Related articles

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...

দ্বিতীয় বৈঠকেও কাটল না চিংড়িঘাটার মেট্রো জট

দ্বিতীয় বৈঠকের পরেও চিংড়িঘাটা মেট্রো জটিলতায় মিলল না কোনও সমাধান সূত্র। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশে...

লোকপালের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ, মহুয়ার বিরুদ্ধে CBI চার্জশিটের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় (Cash for query) চার সপ্তাহের মধ্যে সিবিআই চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল...