নারদ-মামলার ‘ট্রায়াল’ হাইকোর্টে করতে চায় CBI

বেনজির ! নারদ-মামলার দায়রা বিচার বা ট্রায়াল নিম্ন আদালতে করতে CBI রাজি নয়৷ তদন্তকারী সংস্থার দাবি, বিচার প্রভাবমুক্ত এবং নিরপেক্ষ হতে পারে একমাত্র কলকাতা হাইকোর্টে যদি নারদ-মামলার বিচার পর্ব চলে৷

শুক্রবার হাইকোর্টে হলফনামা দিয়ে CBI এই আর্জি জানিয়েছে৷ প্রধান বিচারপতি এই আর্জি মঞ্জুর করলে হাইকোর্টের বিশেষ কোনও এজলাশে নারদ মামলার ট্রায়াল হতে পারে৷ তবে খুব সহজে এই আর্জি মঞ্জুর নাও হতে পারে ৷ সব পক্ষের মতামত শুনেই এ বিষয়ে রায় ঘোষণা করতে হবে৷

আরও পড়ুন:বেনজির ! নারদা- চার্জশিটে সাক্ষী ধনকড়, বিস্ময় সর্বত্র

Advt

Previous articleবেনজির ! নারদা- চার্জশিটে সাক্ষী ধনকড়, বিস্ময় সর্বত্র
Next articleভয়াবহ দাবানলে বিধ্বস্ত গ্ৰিস, প্রাণে বাঁচতে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা