Tuesday, November 4, 2025

উত্তর কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডে শুরু অক্সিজেন পার্লার

Date:

Share post:

কোভিডের দ্বিতীয় ঢেউ সামাল দিতে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে কর্মী সমর্থকরা সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
এবার করোনাযুদ্ধে সহনাগরিকদের অক্সিজেনের চাহিদা মেটাতে সময়োপযোগী অভিনব পদক্ষেপ নিল ১৪ নম্বর ওয়ার্ড সাধন পাণ্ডে ফ্যানস ক্লাব ও বাংলা সিটিজেন্স ফোরাম। আজ শুক্রবার থেকে শুরু হল “অক্সিজেন পার্লার “।
ছয় বেডের কেন্দ্র দিয়ে শুরু। আচমকা কারুর শ্বাসকষ্ট হলে প্রথম ধাক্কাটি সামলানো যাবে।লকডাউনের জন্য অক্সিজেন পার্লারের উদ্বোধন ছিল একেবারে অনাড়ম্বর। ছিলেন মন্ত্রী সাধন পান্ডে, পুরসভার কোঅর্ডিনেটর জীবন সাহা, বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ, সমাজসেবী সুপ্তী পাণ্ডে, শ্রেয়া পাণ্ডে, মৃত্যুঞ্জয় পাল প্রমুখ ।


মন্ত্রী সাধন পাণ্ডে বলেন, উত্তর কলকাতায় আমরা আরও অক্সিজেন পার্লার খোলার ব্যবস্থা করছি। এখানে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পাওয়া যাবে । আমরা ২৫ বেডের সেফ হোম তৈরি করছি। পুরো প্রশাসক মন্ডলীর সদস্য জীবন সাহা বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই পার্লার। যারা উদ্যোগ নিয়ে করেছেন তাদের এই প্রচেষ্টা সত্যি সাধুবাদযোগ্য। সাংবাদিক কুণাল ঘোষ বলেন, সাধন পান্ডে এখানকার টানা ৯ বারের বিধায়ক। সাধনদার কাছ থেকেই শিখেছি রাজনীতি কম সমাজসেবা বেশি। করোনা পরিস্থিতিতে আচমকা কারও শ্বাসকষ্ট হলে যাতে অক্সিজেন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই জন্যেই অক্সিজেন পার্লার ।


যুব তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল বলেন,কোভিড পরিস্থিতিতে মানুষের যাতে অসুবিধা না হয় সেই কারণেই এই উদ্যোগ । আমরা যদি বুঝতে পারি যে এলাকায় কেউ করোনায় আক্রান্ত বা কারও মধ্যে করোনার হিম্মত দেখলে আমরা তাকে তাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করব। সেই জন্যই এই পার্লার। আগামী দিনে শয্যা সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করবো।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই ।

Advt

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...