Tuesday, November 4, 2025

রাজস্থানের এই জেলায় দিন দশেকের মধ্যে করোনায় আক্রান্ত ৩১৫ শিশু, দেশে কি আছড়ে পড়ল তৃতীয় ঢেউ?

Date:

Share post:

বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, করোনার তৃতীয় ঢেউয়ে ব্যাপক হারে আক্রান্ত হবে শিশুরা। কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় ঢেউয়েই বেশ কিছু রাজ্যে করোনায় শিশুদের আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। তবে কি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে? শনিবার কর্ণাটকের পর রবিবার রাজস্থানের শিশুদের আক্রান্তের সংখ্যার খবর মিলেছে। রাজস্থানের দুঙ্গারপুরে ১০ থেকে ১১ দিনের মধ্যে প্রায় ৩০০-র বেশি শিশুদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন-‘যশ’-এর দৌলতে বদলে গিয়েছে তাজপুর সৈকতের রঙ! থিকথিক করছে লাল কাঁকড়া

জানা গিয়েছে, ১২ মে থেকে এখনও পর্যন্ত দুঙ্গারপুরে শিশু ও কমবয়সীদের আক্রান্তের সংখ্যা ৩১৫। এর মধ্যে ০ থেকে ৯ বছর বয়সীদের সংখ্যা ৬০। এর থেকে বেশি বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ২৫৫। তবে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তৃতীয় ঢেউ শুরু হয়েছে, এমন কোনও রকম সম্ভাবনাই দেখা যায়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে সমস্ত করোনা আক্রান্ত শিশু ও কিশোর-কিশোরীদের সঠিক চিকিৎসা শুরু হয়েছে। সেখানকার হাসপাতালগুলিতে অক্সিজেন কনসেনট্রেটর ও অন্যান্য সরঞ্জাম মজুত রয়েছে। এছাড়া শিশুদের ক্ষেত্রে বিভাগগুলিকে আ‌লাদা ভাবে প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার কথা সেভাবে শোনা না যায়নি। তবে দ্বিতীয় ঢেউয়ে শিশু ও কমবয়সীদের আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকটাই বেশি। অন্যদিকে গত ২ মাসে কর্ণাটকে করোনা আক্রান্ত প্রায় ৪০ হাজার শিশু।

Advt

spot_img

Related articles

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...