Monday, November 3, 2025

Cyclone Yass : যশের তাণ্ডবের আশঙ্কা, বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্বের মোট ১৪৪টি ট্রেন

Date:

Share post:

গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যশ। আবহবিদরা জানিয়েছেন, উত্তর ও উত্তর-পশ্চিমে এগোতে থাকবে ‘যশ’। সোমবার রাতের মধ্যে আরও শক্তি বাড়বে এই ঘূর্ণিঝড়ের। বুধবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে এই অতি মারাত্মক ঘূর্ণিঝড়। সাগরদ্বীপ ও পারাদ্বীপের মধ্যে যশ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহবিদরা।

সোমবার সকাল থেকে আকাশের মুখভার। কলকাতার বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। যশ মোকাবিলায় ব্যাপক সতর্কতা অবলম্বন করেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে যশ-এর তাণ্ডবের আশঙ্কায় পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল মিলিয়ে মোট ১৪৪টি স্পেশাল এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন-ধেয়ে আসছে যশ, কী কী সতর্কতা অবলম্বন করবেন?

আগামী ২৪ থেকে ৩০ মে’র মধ্যে এই ট্রেনগুলি ছাড়ার কথা ছিল। আগামী বুধবার ২৬ মে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে আছড়ে পড়তে পারে সেই প্রেক্ষিতে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ওই সময়কালে পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ পূর্ব উপকূলের একাধিক রাজ্যে এই স্পেশাল এক্সপ্রেস ট্রেনগুলি না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেল সব মিলিয়ে ১১৯টি। পূর্ব রেল ২৫টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও রেল কর্তৃপক্ষ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাওড়া, শিয়ালদহ, সাঁতরাগাছি, শালিমার সহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিকে শিকল দিয়ে বাঁধা হয়েছে। পাশাপাশি অপেক্ষাকৃত নিচু স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিকে উঁচু স্টেশনের দিকে সরিয়ে আনার কাজ শুরু হয়ে গিয়েছে।
যশের তাণ্ডবের আশঙ্কায় রেলের গার্ড, মোটরম্যান, সিগন্যালিং কাজের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

Advt

spot_img

Related articles

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...