ঘূর্ণিঝড় ইয়াসের(Yaas) দাপটে রীতিমতো বিধ্বস্ত অবস্থা ওড়িশা ও বঙ্গ উপকূলবর্তী এলাকার। ইতিমধ্যেই ঝড়ের দাপটে জলের নিচে চলে গেছে সন্দেশখালি, গোসাবা, দীঘার মত রাজ্যের উপকূলবর্তী একাধিক এলাকাগুলি। তবে ঝড়ের বিপুল প্রভাব শহর কলকাতায়(Kolkata) প্রত্যক্ষ করা না গেলেও আদি গঙ্গার জলস্তর বেড়ে জলমগ্ন হয়ে গিয়েছে কালীঘাট(Kalighat) ও তার পার্শ্ববর্তী এলাকাগুলি।

আরও পড়ুন:ওড়িশার উপকূলবর্তী প্রায় ৩৫ কিলোমিটার পরিধি জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইয়াস

স্থানীয় ও প্রশাসনের তরফে জানা গিয়েছে, আদিগঙ্গাতে বাড়লে কালীঘাট সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে প্রতিবারই। যশের প্রভাবে নদীর জলস্তর বাড়ার কারণে জলস্তর বেড়েছে আদিগঙ্গাতেও তার ফলে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সাধারণত ম্যানহোল খুলে জল নামাতে হয়। আপাতত সেই চেষ্টা চলছে। জানা যাচ্ছে, গোটা এলাকার জল নামতে অন্তত ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগতে পারে।
