Tuesday, November 11, 2025

দুর্যোগ সামলানোয় সরকারি টিমকে ধন্যবাদ, এখন কেন্দ্র-রাজ্য সংঘাতকে গুরুত্ব নয়: মমতা

Date:

Share post:

ছুটির দিনেও কাজ করেছেন সরকারি আধিকারিক থেকে কর্মীরা। ইয়াস (Yaas) মোকাবিলায় যারা যারা কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সময় কেন্দ্র-রাজ্য সংঘাতের কথা বলতে চাননি তিনি। উল্টো জানিয়েছেন, সবাই একসঙ্গেই এই পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে।

বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এক কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৪ লক্ষ বাড়ি ভেঙেছে। ১৩৪টি বাঁধ ভেঙেছে। নদী বাঁধ মেরামতের জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী। সেচ দফতরকে জলাধারের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, বাঁধ মেরামত কেন্দ্রে সাহায্য করে না। রাজ্যকেই করতে হয়।ভরা কোটালে ঘূর্ণিঝড় বলেই বেশি ক্ষতি বলে জানান মুখ্যমন্ত্রী। রাত ৮.৪৫ পর্যন্ত জোয়ার চলবে। তারপর জলস্তর ক্রমশ নামবে।

১৫ লক্ষের বেশি মানুষকে রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। ৩ লক্ষেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার বহু জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে। ফলে নোনা জল ঢুকে চাষ এবং মাছচাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ছাড়াও রয়েছে ভরা কোটাল। এর জেরে বৃহস্পতিবারও ৫ ফিট উঁচু থাকবে জলস্তর। কোটালের জেরে কলকাতার বেশ কিছু জায়গা জলমগ্ন। কোটালের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

জলমগ্ন এলাকায় স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে। পরিশ্রুত পানীয় জলের সরবরাহ বজায় রাখতে হবে। লবণাক্ত জমিতে নোনা স্বর্ণ ধান ও নোনা জলের মাছ চাষ পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বৃষ্টি কমলে হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মমতা।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...