Sunday, August 24, 2025

৩ বছরের মধ্যে রাস্তা ভাঙলে সারাবে ভারপ্রাপ্ত ঠিকাদার: কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ঘূর্ণিঝড় ইয়াসের(Yaas) জেরে রাজ্যের একাধিক জায়গায় বেহাল অবস্থা তৈরি হয়েছে রাস্তাঘাটের। বহু জায়গাতেই ভেঙে গিয়েছে সড়কপথ। এই অবস্থায় ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় অবিলম্বে রাস্তাঘাট মেরামতের নির্দেশ দেওয়ার পাশাপাশি বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে(administration meeting) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে ঠিকাদার রাস্তা তৈরি করবে তিন বছর পর্যন্ত সেই রাস্তাঘাট রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে তাকেই।

এদিন নবান্নে ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে প্রশাসনিক বৈঠকে পূর্ত দপ্তরের এক আধিকারিক মুখ্যমন্ত্রীকে জানান, ঝড়ের দাপটে বহু রাস্তাঘাট ভেঙে গেছে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘পথশ্রী প্রকল্পের আওতায় যে ৪৬ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করার কথা হয়েছে ওর মধ্যেই এই রাস্তা ঢুকিয়ে দাও।’ শুধু তাই নয়, পাশাপাশি রাস্তা তৈরির ক্ষেত্রে আরো বেশি নজরদারির কথা বলে তিনি জানান, ‘যে সংস্থা রাস্তা তৈরি করছে সেই সংস্থাকে অন্তত ৩ বছর সেই রাস্তা মেরামতের দায়িত্ব নিতে হবে।’ প্রসঙ্গত, সরকারি অর্থে ঠিকাদারদের অত্যন্ত খারাপ মানের রাস্তা তৈরি আটকাতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে মনে করছে বিশেষজ্ঞ মহল।

এর পাশাপাশি এদিনের বৈঠক থেকে সুন্দরবন অঞ্চলে যে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর কথা ছিল তার হিসেব চান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গ্রামাঞ্চলের নোনা জল ঢুকে প্রচুর পরিমাণ মাছ মারা গিয়েছে স্বাস্থ্যবিধি মেনে যাতে সেগুলি বিক্রিযোগ্য করা যায় তার ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী। এছাড়া বন্যাকবলিত স্থানে মানুষের যাতে কোনরকম জলের সমস্যা না হয় তার জন্য প্যাকেটে করে গ্রামে গ্রামে মানুষকে জল বিলি করার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন- নয়া তথ্যপ্রযুক্তি আইন নিয়ে কী বলল টুইটার?


Advt

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...