Wednesday, December 24, 2025

সিবিআই সেজে তোলাবাজি: অভিষেকের হেফাজত থেকে সোনা, টাকা উদ্ধার, গ্রেফতার ১১

Date:

Share post:

সিবিআই সেজে তোলাবাজি কাণ্ডে আরও এক গ্রেফতার। বৃহস্পতিবারই পুলিশের জালে সৈকত চ্যাটার্জি নামে এক গাড়ির চালককে গ্রেফতার করে কোর্টে তোলা হয়। সব মিলিয়ে তোলাবাজিকাণ্ডে গ্রেফতার সংখ্যা দাঁড়াল ১১।

অন্যদিকে কালকের মধ্যেই সাংবাদিক অভিষেক সেনগুপ্তকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। গতকাল গ্রেফতারের পর তার হেফাজত থেকে বেশ কিছু সোনা আর নগদ অর্থ মিলেছে বলে একটি সূত্রে খবর। কলকাতায় এনে জেরার পরে এই বিশাল গ্যাং তৈরির আসল চিত্র সামনে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার কসবার ব্যবসায়ী অজিত রায়কে সিবিআই জেরা করবে বলে জোর করে তুলে আনে অভিষেক ও তার সঙ্গীরা। নিজাম প্যালেসের নিচে ওই ব্যবসায়ীকে বসিয়ে রাখে। অভিযোগ, সিবিআই সেজে অভিষেক ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করে এবং মামলা সালটাতে ২কোটি টাকা দাবি করে। শেষ পর্যন্ত রফা হয় ১৫ লক্ষ টাকায়। টাকা দেওয়ার পর ব্যবসায়ীর সন্দেহ হলে কসবা থানায় অভিযোগ জানান ব্যবসায়ীর স্ত্রী। মঙ্গলবারই অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলো অনির্বাণ কাঞ্জিলাল (৪৩) , অর্ঘ্য সেনগুপ্ত (৪১), রাজু মণ্ডল (৪৫), জুলফিকার আলি (৩৪), আসরাফ আলি (৪০)। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়িতে অভিষেক সেনগুপ্ত (২৯) ও স্বরূপ ঘোষকে গ্রেফতার করে ২৯ মে অবধি ট্রানজিট রিমান্ডে নেয় পুলিশ। পাশাপাশি বুধবার সন্ধ্যাতেই সিবিআই একটি মেল করে কলকাতার পুলিশ কমিশনারকে। চিঠিতে বলা হয়, সিবিআই সেজে একটি গ্যাং তোলা তুলছে। অন্যদিকে রিপাবলিক বাংলা চ্যানেলও নোটিশ দিয়ে ও ট্যুইট করে সাংবাদিক অভিষেকের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে। তারা জানায়, সাংবাদিকের কোনওরকম অনৈতিক কাজে তাদের সমর্থন নেই। প্রবেশনে থাকা অভিষককে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন- রাখে হরি মারে কে! দেহ সৎকারের মুহূর্তে হঠাৎ ‘বেঁচে’ উঠলেন সত্তরোর্ধ্ব পুষ্পা দেবী


Advt

spot_img

Related articles

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...