স্বস্তি দিয়ে দেশে ক্রমশ কমছে করোনার দৈনিক সংক্রমণ। শনিবার গত ৪৮ দিনে দৈনিক সংক্রমণ সর্বনিম্ন ছিল। রবিবার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন, যা ৬ সপ্তাহে সবথেকে কম। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু সাড়ে ৩ হাজারের নীচে নেমেছে। রবিবার ভারতে করোনা আক্রান্ত হয়ে ৩ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে লকডাউনের জেরে অধিকাংশ রাজ্যে আক্রান্তের সংখ্যা অনেকটাই নিম্নমুখী।
কেন্দ্রীয় স্বাস্থ্য বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৩ লক্ষ ২৫ হাজার ৯৭২ জনের। দেশে মোট করোনা সংক্রমণের হার গত ৩ দিন ধরে ৮.১৩ শতাংশ রয়েছে।
অন্যদিকে আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার হারও বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৪ হাজার ৫০৮।

