কর জমা দেওয়া আরও সহজ করতে নতুন পোর্টাল চালু করল আয়কর বিভাগ

আয়কর জমা দেওয়া এখন আরও সহজ।অতিমারি আবহে আয়কর দাতাদের সুবিদার্থে ই-ফাইলিং পোর্টাল চালু করতে চলেছে আয়কর বিভাগ। আগামী মাসের ৭ তারিখ এই পোর্টাল চালু হবে বলে জানানো হয়েছে। আয়কর বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্বোধনের প্রস্তুতি এবং মাইগ্রেশন কার্যক্রমের জন্য আয়কর বিভাগের বর্তমান পোর্টালটি করদাতাদের পাশাপাশি অন্যান্য বহিরাগত স্টেকহোল্ডারদের জন্য ৬ দিন বন্ধ থাকবে।
নতুন এই পোর্টালটিতে দ্রুত রিফান্ড পাবেন করদাতারা।থাকবে বেশ কিছু সুযোগ-সুবিধাও। এমনকি এবার থেকে করদাতারা নিজেরাই ড্যাশবোর্ডে দেখতে পাবেন তাঁদের ফাইল পেন্ডিং আছে কিনা। মোবাইল বা ল্যাপটপ, দুটোতেই সমানভাবে কাজ করবে এই পোর্টাল। আয়কর বিভাগ সূত্রে জানা গিয়েছে, সিস্টেমে বদল আনতে নতুন পোর্টালটি চালু করা হবে। ওয়াকিবহাল সূত্রে জানা গেছে, নতুন পোর্টালটি অনেক বেশি সুবিধাজনক। এতে একাধিক সুবিধা পাবেন আয়করদাতা। অন্যদিকে সরকারের পক্ষ থেকে ২০২০-২১ সালের ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়কালও বাড়ানো হয়েছে। সরকার। ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।

Pp

Advt