Tuesday, January 13, 2026

‘আমার কোনও প্রাক্তন স্ত্রী নেই, প্রাক্তন বান্ধবী নেই, প্রাক্তন দলও নেই’, যথারীতি বিস্ফোরক মদন মিত্র

Date:

Share post:

“আমার কোনও প্রাক্তন স্ত্রী নেই, প্রাক্তন বান্ধবী নেই, প্রাক্তন দলও নেই”৷

গায়ে লাল পাঞ্জাবি, চোখে সানগ্লাস৷ পুরো তারকা-ইমেজ নিয়ে রবিবার SSKM হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিধায়ক মদন মিত্র। আর বাইরে এসে নাম না করে এভাবেই চড়া ডোজে কটাক্ষ করলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে৷

শোভন-বৈশাখীকে নিয়ে এক প্রশ্নের উত্তরে মদন মিত্র এদিন বিস্ফোরক মন্তব্য করেন। বলেন, “আমার কোনও প্রাক্তন স্ত্রী নেই, বান্ধবী নেই, প্রাক্তন ঝান্ডা নাই। আমার এখন একমাত্র কাজ সাধারণ মানুষের সেবা করা।”

গত শুক্রবার নারদ- মামলায় বাকি তিনজনের সঙ্গে জামিন পান মদন মিত্রও। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য SSKM হাসপাতালে চিকিৎসারত ছিলেন মদন মিত্র।

আরও পড়ুন-বাড়ি ফেরার পথে ফের অসুস্থ মদন মিত্র, দেওয়া হয়েছে অক্সিজেন

রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই লাইভে আসেন মদন। লাইভে একের পর এক গান শোনা যায় মদন মিত্রের কণ্ঠে। তিনি বলেন, “নারদ মামলা নিয়ে আমি কিছু মন্তব্য করবো না। আমি খুবই অসুস্থ ছিলাম। প্রায় মরনাপন্ন৷ আমাকে সুস্থ করে তুলেছে SSKM হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।’ তিনি বলেন, “যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন, তাঁরা ভালো থাকবেন। আকাশে থেকে যাদের নজর ভাগাড়ে থাকে, তাদের শকুন বলে। কিন্তু শকুনের অভিশাপে গরু মরে না। তবে শকুনেরাও ভালো থাকুক। ”
মদন মিত্র এদিন SSKM-এর প্রশংসা করলেও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় কিন্তু মুক্তি পাওয়ার দিন হাসপাতালের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলেছিলেন। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরেই মদন মিত্র বলেন, “আমার তো কোনও প্রাক্তন নেই। আমি একজন প্রাক্তনকেই চিনি। তিনি প্রসেনজিৎ। আমার কোনও প্রাক্তন স্ত্রী নেই, বান্ধবী নেই, প্রাক্তন ঝান্ডা নেই। আমার এখন একমাত্র কাজ সাধারণ মানুষের সেবা করা। প্রথমেই মাজারে গিয়ে চাদর চড়াব। তারপর যাবো কামারহাটির মানুষের কাছে।

পর মুহুর্তেই গান ধরেন, “চিরদিনই তুমি যে আমার .. ‘ ৷ মদন বলেন, “প্রথমে আমি নাতিকে দেখতে যাব। তারপরেই কামারহাটি।” গলা একটু চড়িয়ে তিনি বলেন, “শুনুন কামারহাটিবাসী, মদন মিত্র অক্সিজেন, ওষুধ নিয়ে আসছে আপনাদের জন্য। ও লাভলি। ”

Pp

Advt

spot_img

Related articles

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...