Sunday, May 11, 2025

বেনজির, মৃত প্রেমিকের পা দিয়ে সিঁদুর নাবালিকার সিঁথিতে!

Date:

Share post:

বেনজির!
অবিশ্বাস্য!।
মৃতের সঙ্গে জোর জবরদস্তি বিয়ে দেওয়া হল এক নাবালিকার। আর এই ন্যক্কারজনক ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানে। ওই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বয়স ২০ বছর। মেমারির বাসিন্দা ওই যুবক পূর্ব বর্ধমানের কাঁটাপুকুর এলাকায় ভাড়া থাকত। এলাকারই বাসিন্দা এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নাবালিকার পরিবার। যা নিয়ে অশান্তি চলছিল বেশ কিছুদিন ধরে। এসবের মাঝেই ২৯ মে আত্মঘাতী হয় ওই যুবক। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

অন্যদিকে ছেলের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে পরিবার। প্রেমিকার কারণেই যুবকের এই পরিণতি বলে দাবি করেন তাঁরা।
তার পরিবারের দাবি, কিশোরীর মা বিয়ের প্রস্তাব প্রত্যাখান করার জন্যই তাঁদের ছেলের অকালে প্রাণ গেল। প্রেমিকের আত্মহত্যা করতে যাওয়ার কথা কিশোরীটি যদি সময়মতো আফতাবের পরিবারকে জানাত তাহলেও তাকে বাঁচানো যেত বলে মনে করছেন এলাকাবাসী। তাই তরতাজা এই তরুণের মৃত্যুর জন্য ১৫ বছরের নাবালিকাকেই দায়ী করেছে আফতাবের পরিবার সহ এলাকাবাসী। এমনকি তারাই ওই নাবালিকার শাস্তিরও বিধান দেয়।

রবিবার বিকেলে ময়নাতদন্তের পর যুবকের দেহ এলাকায় আনা হলে নাবালিকাকে জোর করে বাড়ি থেকে তুলে সেখানে নিয়ে যায় মৃতের পরিবার ও বাড়ির মালিক। অভিযোগ সেখানেই মৃতের পা দিয়ে সিঁদুর পরানো হয় তাঁর প্রেমিকাকে। পরানো হয় শাঁখা–পলাও।
যদিও নিয়ম মেনে তা ভেঙে দেওয়া হয়। মুছে দেওয়া হয় সিঁদুর। নাবালিকার মায়ের অভিযোগ, তাঁকেক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তাঁর মেয়েকে মারধর ও শ্লীলতাহানিও করা হয়েছে বলে দাবি তাঁর।

রবিবার রাতে কিশোরীর মা গোটা ঘটনাটি জানিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অবশ্য বিষয়টি হালকাভাবে নেয়নি। নাবালিকার উপর বেনজির এই অত্যাচারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে বলে বর্ধমান থানার পুলিশ জানিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার বা আটক হয়নি।

Advt

spot_img

Related articles

বিরাটের সিদ্ধান্তের পিছনে গম্ভীরের হাত? হৈচৈ ক্রিকেটমহলে

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি(Virat Kohli)। হঠাত্ করেই শোনাযাচ্ছে...

সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন,...

সাক্ষাৎ করতে চান: শুনেই পাকিস্তানে আটক জওয়ান পুর্নম কুমারের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থেমেও থামছে না। আর এই পরিস্থিতি কতটা উদ্বেগের মধ্যে ফেলছে হুগলির রিষড়ার বিএসএফ জওয়ান পুর্নম...

আগামী ১৬ মে থেকে শুরু হতে পারে আইপিএল

সরকারীভাবে ঘোষণা না হলেও আগামী ১৬ কিংবা ১৭ মে থেকেই শুরু হতে চলেছে আইপিএল(Ipl)। তবে ২৫ নয় আইপিএল(Ipl)...