Sunday, November 9, 2025

মূল চুক্তিপত্রে সই করছে না ইস্টবেঙ্গল ক্লাব

Date:

Share post:

আপাতত মিটল না ইস্টবেঙ্গল ক্লাব( East bengal club) এবং ইনভেস্টর কোম্পানি শ্রী সিমেন্টের( shree cement) চুক্তি জোট। মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ইনভেস্টর কোম্পানি ঝামেলা নিল নতুন মোড়। শ্রী সিমেন্টের প্রদত্ত ফাইনাল এগ্রিমেন্টে সই করবে না লাল-হলুদ কর্তারা। মঙ্গলবার এমনটাই জানিয়ে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে।

এদিন ইস্টবেঙ্গলের এক কর্তা এখন বিশ্ব বাংলা সংবাদকে বলেন, “আমরা আলোচনায় বসতে চাইছি। কিন্তু ইনভেস্টর কোম্পানি আমাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়। মূল চুক্তিপত্রে এমন কিছু বিষয় আছে, যা কখনও মেনে নেওয়া যায় না। এই চুক্তিপত্রে পরিবর্তন  না আনলে ক্লাবের পক্ষ থেকে কোন সই হবে না। এই চুক্তিপত্রে সই করলে ক্লাবের কর্মসমিতির সকল সদস‍্য পদত‍্যাগ করবে। তাই মূল চুক্তিপত্রে পরিবর্তন না আনলে আমদের সঙ্গে আলোচনায় না বসলে এই চুক্তিপত্রে  সই করবে না ইস্টবেঙ্গল ক্লাব।”

মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির বিশেষ  বৈঠক হয়। সেখানে টার্ম শিট ও ফাইনাল এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। কর্মসমিতির সকলে সিদ্ধান্ত নিয়েছে বর্তমান মূল চুক্তিপত্রে সই করবে না তারা।

বেশ কয়েকদিন ধরেই ইস্টবেঙ্গল ক্লাব এবং ইনভেস্টর কোম্পানির বিরোধ চরমে। ২০২০-২১ শ্রী সিমেন্টের হাত ধরে আইএসএলে খেললেও, এখনও মূল চুক্তিপত্রে সই করেনি ইস্টবেঙ্গল ক্লাব। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ শ্রী সিমেন্ট কর্ণধার হরিমোহন বাঙ্গুর। শ্রী সিমেন্টের পক্ষ থেকে মূল চুক্তিপত্রে সই করার কথা জানান হয় ক্লাব কর্তাদের। কিন্তু চুক্তিপত্রে এমন কিছু বিষয় থাকায় চুক্তিপত্রে সই করতে নারাজ ইস্টবেঙ্গল কর্তারা। চুক্তিপত্রের বিষয়বস্তু নিয়ে আলোচনার করার জন‍্য শ্রী সিমেন্টকে চিঠি দেওয়া হয় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। কিন্তু ইনভেস্টর কোম্পানির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মূল চুক্তিপত্রে আগে সই না হলে কোন আলোচনায় বসবে না শ্রী সিমেন্ট কতৃপক্ষ।

আরও পড়ুন:শাকিব আল হাসান এবং মুস্তাফিজুরদের আইপিএলের দ্বিতীয় পর্বের খেলার অনুমতি দিল না বিসিবি

Advt

spot_img

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...