আপাতত মিটল না ইস্টবেঙ্গল ক্লাব( East bengal club) এবং ইনভেস্টর কোম্পানি শ্রী সিমেন্টের( shree cement) চুক্তি জোট। মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ইনভেস্টর কোম্পানি ঝামেলা নিল নতুন মোড়। শ্রী সিমেন্টের প্রদত্ত ফাইনাল এগ্রিমেন্টে সই করবে না লাল-হলুদ কর্তারা। মঙ্গলবার এমনটাই জানিয়ে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে।

এদিন ইস্টবেঙ্গলের এক কর্তা এখন বিশ্ব বাংলা সংবাদকে বলেন, “আমরা আলোচনায় বসতে চাইছি। কিন্তু ইনভেস্টর কোম্পানি আমাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়। মূল চুক্তিপত্রে এমন কিছু বিষয় আছে, যা কখনও মেনে নেওয়া যায় না। এই চুক্তিপত্রে পরিবর্তন না আনলে ক্লাবের পক্ষ থেকে কোন সই হবে না। এই চুক্তিপত্রে সই করলে ক্লাবের কর্মসমিতির সকল সদস্য পদত্যাগ করবে। তাই মূল চুক্তিপত্রে পরিবর্তন না আনলে আমদের সঙ্গে আলোচনায় না বসলে এই চুক্তিপত্রে সই করবে না ইস্টবেঙ্গল ক্লাব।”
মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির বিশেষ বৈঠক হয়। সেখানে টার্ম শিট ও ফাইনাল এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। কর্মসমিতির সকলে সিদ্ধান্ত নিয়েছে বর্তমান মূল চুক্তিপত্রে সই করবে না তারা।

বেশ কয়েকদিন ধরেই ইস্টবেঙ্গল ক্লাব এবং ইনভেস্টর কোম্পানির বিরোধ চরমে। ২০২০-২১ শ্রী সিমেন্টের হাত ধরে আইএসএলে খেললেও, এখনও মূল চুক্তিপত্রে সই করেনি ইস্টবেঙ্গল ক্লাব। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ শ্রী সিমেন্ট কর্ণধার হরিমোহন বাঙ্গুর। শ্রী সিমেন্টের পক্ষ থেকে মূল চুক্তিপত্রে সই করার কথা জানান হয় ক্লাব কর্তাদের। কিন্তু চুক্তিপত্রে এমন কিছু বিষয় থাকায় চুক্তিপত্রে সই করতে নারাজ ইস্টবেঙ্গল কর্তারা। চুক্তিপত্রের বিষয়বস্তু নিয়ে আলোচনার করার জন্য শ্রী সিমেন্টকে চিঠি দেওয়া হয় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। কিন্তু ইনভেস্টর কোম্পানির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মূল চুক্তিপত্রে আগে সই না হলে কোন আলোচনায় বসবে না শ্রী সিমেন্ট কতৃপক্ষ।

আরও পড়ুন:শাকিব আল হাসান এবং মুস্তাফিজুরদের আইপিএলের দ্বিতীয় পর্বের খেলার অনুমতি দিল না বিসিবি
