Tuesday, November 11, 2025

চিনের বিড়াল- পায়রা উত্তর কোরিয়ায় করোনা ছড়াচ্ছে, তাই তাদের মেরে ফেলার নির্দেশ দিলেন কিম

Date:

Share post:

অদ্ভুত এক আদেশ জারি করেছেন উত্তর কোরিয়ার (North Korea) রাষ্ট্রনায়ক কিম জং উন ( leader King John un)। দেশের সেনাকে কিম নির্দেশ দিয়েছেন, সীমান্ত পার করে আসা সমস্ত বিড়াল ও পায়রাকে মেরে ফেলতে হবে। তাঁর ধারণা, ওই দুটি পশু- পাখি উত্তর কোরিয়ায় করোনাভাইরাস (spreading coronavirus) ছড়াচ্ছে। কিমের দাবি, সীমান্ত পেরিয়ে চিন থেকে সে দেশে এসে করোনা ছড়িয়ে দিচ্ছে বিড়াল ও পায়রা।

সম্প্রতি উত্তর কোরিয়ার একটি প্রথম সারির দৈনিক জানিয়েছে, তাদের দেশে করোনাভাইরাসের প্রকোপ কীভাবে ছড়াল তা খতিয়ে দেখতে নেমেছিল প্রশাসন। আর সেই তদন্তের রিপোর্টে নাকি রাস্তায় ঘুরে বেড়ানো বিড়ালদের দায়ী করা হয়েছে। আর তাই কিম ফরমান জারি করেছেন , চীনের সীমান্ত পেরিয়ে কোনও পাখি বা পশু যদি উত্তর কোরিয়ায় ঢুকতে চায়, তা হলে সেটিকে যেন গুলি করে মেরে ফেলা হয়! এমনও শোনা যাচ্ছে, একটি পরিবার তাঁদের বাড়িতে বিড়াল পুষে রাখার জন্য ইতিমধ্যে প্রশাসনের রোষের মুখে পড়েছে। সেই পরিবারকে শাস্তি দেওয়া হয়েছে। আবার কুড়ি দিন আইসোলেশনে রেখে দেওয়া হয়েছিল।

তবে কিম জং-এর এমন আদেশে ক্ষুব্ধ দেশের জনগণের একাংশ। এমনিতেই অত্যধিক পরিমাণে করোনা ভ্যাকসিন মজুত করে রাখার জন্য উত্তর কোরিয়া সমালোচনার মুখে পড়েছে। বিশ্বের বহু দেশ যেখানে করোনার ভ্যাকসিন পাচ্ছে না। সেখানে প্রয়োজনের বেশি ওষুধ মজুদ করে রাখা সম্পূর্ণ বেআইনি কাজ। কিন্তু কিম কোভিড ভ্যাকসিন খুব প্রয়োজন পরলেও কাউকে দেবেন না । এ ব্যাপারে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অভিযোগ দায়ের করেছে একাধিক দেশ।

spot_img

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...