Sunday, May 4, 2025

পাবলিক অ্যাকাউণ্টস বিজেপি’কেই, শীর্ষে মুকুলের নাম ভাসতেই অন্দরের ক্ষোভ তুঙ্গে

Date:

Share post:

পাবলিক অ্যাকাউণ্টস কমিটি-সহ বিধানসভার আরও মোট ১০টি কমিটি ছাড়া হচ্ছে বিজেপিকে।

প্রাথমিকভাবে জল্পনা ছিলো, এবার এই কমিটি নিজেদের হাতেই রাখতে পারে শাসকদল। কিন্তু, সেই জল্পনায় ইতি টেনে বিরোধী দল বিজেপিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব দিতে চলেছে তৃণমূল। বিধানসভার তরফে এই নিয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। কারণ বিজেপি এখনও তাদের ভাগের চেয়ারম্যানদের নাম জানায়নি। বিধানসভায় নাম জমা পড়লেই আনুষ্ঠানিকভাবে জানালেই ঘোষণা করা হবে৷ সূত্রের খবর, পাবলিক অ্যাকাউন্টস কমিটির পাশাপাশি বিধানসভার আরও ৯টি কমিটির দায়িত্ব পাবে বিজেপি। বিধানসভা মোট কমিটির সংখ্যা ৪১টি৷ জানা গিয়েছে, স্বরাষ্ট্র দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হচ্ছে ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে। প্রথা অনুযায়ী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিরোধীদের হাতেই দেওয়া হয়। যদিও গত বছর তা হয়নি৷ কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানকারী বিধায়ক শঙ্কর সিংকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল।
এদিকে গেরুয়া শিবিরের খবর, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যন করা হতে পারে মুকুল রায়কে। অবশ্য এই দায়িত্ব নিতে যদি তিনি রাজি হন, তবেই৷ মুকুলবাবুর স্ত্রী গুরুতর অসুস্থ৷ এই পরিস্থিতিতে তাঁকে এই প্রস্তাব দেওয়াও সম্ভব নয় বলে দলের রাজ্য নেতাদের বক্তব্য৷
রাজ্য রাজনীতিতে মুকুল এবং তাঁর পুত্রকে নিয়ে ইদানিং জোর জল্পনা চলছে৷ নানা কথা শোনা যাচ্ছে৷ ভোটের আগে থেকেই দলের সঙ্গে অনেকটাই দূরত্ব বাড়িয়েছেন মুকুল৷ ফাঁকটা ক্রমশই চওড়া হচ্ছে৷

ওদিকে শুভেন্দু অধিকারীকে বিরোধী নেতা করায় কার্যত ক্ষিপ্ত হয়ে উঠেছে বিজেপির আদি-নেতারা৷ একাধিক বিধায়ক ওই পদ থেকে নব্য-বিজেপি শুভেন্দুর অপসারণ দাবি করেছেন৷ তাঁকে নেতা মানতে রাজি নন ৫০ শতাংশ গেরুয়া বিধায়ক ৷ আদি-লবির ক্ষোভ এতটাই যে শুভেন্দুকে ওই পদ থেকে না সরালে একাধিক বিধায়ক চরম পথেও হাঁটতে পারে বলে দলকে জানিয়েও দিয়েছেন৷ এমনিতেই শুভেন্দুকে নিয়ে দলের অন্দরে মাথাচাড়া দেওয়া ক্ষোভ সামলাতে নাজেহাল বিজেপি, ফের আর এক নব্য-গেরুয়া মুকুল রায়কে বিধানসভার সর্বাধিক গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যানের পদে বসানো হলে, বঙ্গ-বিজেপি নিশ্চিতভাবেই আড়াআড়ি দু’টুকরো হবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ এই পরিস্থিতিতে এতবড় সিদ্ধান্ত নেওয়া বিজেপির পক্ষে যথেষ্টই ঝুঁকির৷

Advt

spot_img
spot_img

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...