Friday, May 16, 2025

ফ্রন্ট ঠিকভাবে চলছেনা, বিমানের কাছে লিখিত জবাব দাবি ফরওয়ার্ড ব্লকের

Date:

Share post:

ভোট পরবর্তী সময়ে কং- বাম জোট বলে কিছু আছে কি’না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বামফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লক। বামফ্রন্ট যেভাবে চলছে তাতেও অসন্তুষ্ট ফরওয়ার্ড ব্লক।

বামফ্রন্ট শরিকদের মধ্যে কোন্দল নতুন কিছু নয়৷ একুশের ভোটে নিশ্চিহ্ন হওয়ার পর এই মনোমালিন্য আরও বৃদ্ধি পেয়েছে৷ বিধানসভা ভোটে ফ্রন্ট মুছে যাওয়ার পর বড় শরিককে তোপ দাগা শুরু করেছে ছোট শরিকরা। ফ্রন্ট যেভাবে চলছে তা নিয়ে এবার প্রশ্ন তুলেছে ফরওয়ার্ড ব্লক।

কং-বাম জোট এবং বামফ্রন্ট নিয়ে ফব-র বিরক্তি এতখানি যে বৃহস্পতিবার আলিমুদ্দিনে সিপিএম- ফরওয়ার্ড ব্লক দ্বিপাক্ষিক বৈঠকে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছে কার্যত লিখিত জবাব চেয়েছে তাঁরা৷ আলিমুদ্দিন সূত্রের খবর, বৈঠকে ফব নেতারা ফ্রন্ট এবং জোট নিয়ে একাধিক প্রশ্ন তুলে ফ্রন্ট চেয়ারম্যানের কাছে জবাব চেয়েছেন৷
সমস্ত অভিযোগের কথা লিখিতভাবে জানাবে ফরওয়ার্ড ব্লক। জবাবও চেয়েছে লিখিতভাবেই৷
লিখিত জবাব দিতে রাজি হয়েছেন বিমান বসু।

আরও পড়ুন-আব্বাসের সঙ্গে জোট করেই নিশ্চিহ্ন কংগ্রেস, AICC-কে রিপোর্ট চৌহান-কমিটির

এ দিন আলিমুদ্দিনে শুধুমাত্র ফরওয়ার্ড ব্লকের নেতাদের নিয়ে বৈঠকে বসে সিপিএম। বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, নরেন চট্টোপাধ্যায়, সূর্যকান্ত মিশ্র, হাফিজ আলম সাইরানিরা। ওই বৈঠকে জানিয়ে দেওয়া হয়, যেভাবে ফ্রন্ট চলছে, তাতে সমস্যা বাড়বে। কোনও আলোচনা ছাড়াই বড় শরিকের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে ছোট শরিকদের ঘাড়ে।
শুধু ফরওয়ার্ড ব্লক নয়, ফ্রন্ট তথা জোটের কার্যপদ্ধতিতে খুশি নয় বাকি শরিকরাও।

জানা গিয়েছে, ফব-র অভিযোগগুলি মন দিয়ে শুনেছেন বিমান-সূর্যরা। অভিযোগসমূহ লিখিতভাবে দিতে বলা হয়েছে। পালটা ফব নেতারাও দাবি করেন, সেক্ষেত্রে অভিযোগের জবাবও লিখিত আকারেই দিতে হবে বামফ্রন্ট চেয়ারম্যানকে। ফব-এর দাবি মেনে লিখিত আকারের জবাব দেবেন বলে জানিয়েছেন বিমান বসু।

Advt

spot_img

Related articles

পাক-মুখোশ খুলতে একজোট সব দল: একাধিক দেশে প্রচারে যাবেন সাংসদরা

পহেলগাম হামলার (Pahalgam attack) পরে গোটা বিশ্ব থেকে সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে। কিন্তু কোথাও ভারতের পাশে দাঁড়ানোর বার্তা...

বিজেপি জমানায় বেকারত্ব বাড়ল ৫ শতাংশ! প্রকাশ্যে ভাঁওতাবাজি

বিজেপি জমানায় বেকারত্ব কমার লক্ষণ নেই। মোদি সরকারের দেওয়া সমস্ত প্রতিশ্রুতিই যে ভাঁওতা, তা ফের একবার প্রমাণ হল...

তৃণমূলে সাংগঠনিক পদে বড় রদবদল! নয়া তালিকা প্রকাশ, পদ থেকে সরানো হল সুদীপ-অনুব্রতকে

২০২৬-এর নির্বাচনের আগেই তৃণমূলের (TMC) সাংগঠনিক পদে বড়সড় রদবদল। বেশ কয়েকটি জায়গায় জেলা সভাপতিকে সরিয়ে কোর কমিটি গঠন...

পাকিস্তান টাকা খরচ করবে সন্ত্রাসবাদেই: IMF-কে পুণর্বিবেচনার আর্জি রাজনাথের

ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোর নেপথ্যে পাকিস্তানেরই ভূমিকা ছিল। বিশ্বমঞ্চে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই যুক্তিতে...