Tuesday, August 26, 2025

২৪ ঘণ্টার মধ্যে কাজে ফেরার নির্দেশ হাইকোর্টের, পাল্টা ইস্তফা মধ্যপ্রদেশের ৩০০০ ডাক্তারের

Date:

Share post:

আন্দোলন বন্ধ করে অবিলম্বে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) জুনিয়র ডাক্তারদের(junior doctor) কাজে ফেরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট(High Court)। শুক্রবার তারই পাল্টা দিয়ে মধ্যপ্রদেশ সরকার ও হাইকোর্টের ওপর চাপ বাড়িয়ে দিলেন ডাক্তাররা। করোনাকালে একযোগে ইস্তফা দিয়ে দিলেন মধ্যপ্রদেশের ৩০০০ জুনিয়র ডাক্তার। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে ঘুম ছুটেছে সরকারের। ডাক্তারদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাদের দাবি না মানলে কোনওভাবেই কাজে ফেরার প্রশ্ন নেই।

প্রসঙ্গত, একাধিক দাবি তুলে করোনাকালে কাজ বন্ধ করে দিয়েছিলেন মধ্যপ্রদেশের ৬ মেডিকেল কলেজের ৩০০০ জুনিয়র ডাক্তার। সরকারের কাছে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল দাবি না মানলে কাজে ফিরবেন না তারা। এই পরিস্থিতিতে নিরুপায় সরকার বৃহস্পতিবার চিকিৎসকদের ধর্না বন্ধ করে কাজে ফেরাতে জবলপুর হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলা আদালতে উঠতেই বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন এই ধরনের আন্দোলন সম্পূর্ণরূপে অসাংবিধানিক। শুধু তাই নয় ২৪ ঘন্টার মধ্যে চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। তবে নিজেদের দাবিতে অনড় জুনিয়ার ডাক্তারা পাল্টা চাপে ফেলল সরকার ও আদালতকে। একযোগে ইস্তফা দিলেন মধ্যপ্রদেশের ৬ মেডিকেল কলেজের ৩০০০ জুনিয়র ডাক্তার। সকল জুনিয়র ডাক্তাররাই নিজ নিজ কলেজের ডিনের কাছে তাদের ইস্তফা পত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন:অতিমারি পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা রাখতে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে মধ্যপ্রদেশের জুনিয়র ডাক্তারদের তরফে সরকারের কাছে যে দাবি করা হয়েছিল তার হল, করোনা হাসপাতলে চিকিৎসার দায়িত্বে থাকা সকল জুনিয়র ডাক্তারদের আলাদা আলাদা ক্ষেত্রে বেড রিজার্ভ রাখতে হবে। চিকিৎসা সঙ্গে যুক্ত থাকার কারণে যদি ডাক্তাররা ভাইরাসে আক্রান্ত হন তবে উপযুক্ত সময় তাদের চিকিৎসার সুবিধা দিতে হবে। একইসঙ্গে দাবি জানানো হয়েছে, ডাক্তারদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকারকে। এর আগে গত ৬ মেএকই দাবিতে আন্দোলনে নেমে ছিলেন মধ্যপ্রদেশের জুনিয়র ডাক্তাররা। তবে সরকারের তরফে তড়িঘড়ি মৌখিকভাবে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে হাসপাতালে ফেরানো হয়। তবে এখনো পর্যন্ত দাবী পূরণ করা হয়নি। অবশেষে সোমবার থেকে একই দাবিতে ফের আন্দোলনে নামেন জুনিয়ার ডাক্তাররা। অবশেষে এই টানাপোড়েন গড়ালো ডাক্তারদের ইস্তফা পর্যন্ত।

Advt

spot_img

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...