Friday, August 22, 2025

সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মঞ্চের মধ্যমণি মমতাই! নেত্রীর সাক্ষাতে আসছেন কৃষক নেতারা

Date:

Share post:

বিজেপির (BJP) বাংলা দখলের স্বপ্নভঙ্গ। নরেন্দ্র মোদি (Narendra Modi)-অমিত শাহ (Amit Sah)-সহ বিজেপির সর্বভারতীয় স্তরের তাবড় নেতাদের দিল্লি টু কলকাতা ডেইলি প্যাসেঞ্জারির পরও ভাঙা পায়ে খেলে একের পর এক গোল দিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খুব স্বাভাবিকভাবেই বাংলার ফলাফলে গোটা দেশে মুখ পুড়েছে মোদি-শাহের। আর সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মঞ্চের মধ্যমণি হিসেবে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই এখন সবচেয়ে গ্রহণযোগ্য মুখ। তাতে সায় রয়েছে সর্বভারতীয় কৃষক নেতাদের। যাঁরা দিনের পর দিন কেন্দ্রীয় সরকারের কৃষিনীতির বিরুদ্ধে ঝড়-জল-রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বসে আন্দোলন করছেন।

তৃণমূল নেত্রীর পাশে থাকার অবস্থান ব্যাখ্যা করতেই আগামী ৯ জুন কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কৃষক আন্দোলনের শীর্ষনেতারা। ভারতীয় কিষান ইউনিয়নের শীর্ষনেতা রাকেশ টিকায়েতের (Rakesh Tikayet) নেতৃত্বে তিনজনের এক প্রতিনিধি দলের সঙ্গে মমতার বৈঠক হবে বলে জানা গিয়েছে। কৃষি আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) আইনি স্বীকৃতির দাবিতে গত বছরের নভেম্বর থেকে দিল্লির সিংঘু সীমান্তে যে আন্দোলন শুরু হয়েছে, তারই নেতৃত্ব আসছেন কলকাতায়। সেই নিরিখে মমতার সঙ্গে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলে।

আগামী বছর ২০২২ সালে যে ৬টি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, তার মধ্যে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব অন্যতম। কৃষি আন্দোলনের ঝড়ের মধ্যেই এই দুই রাজ্যের স্থানীয় নির্বাচনে বিপর্যস্ত বিজেপি শিবির। সেইসঙ্গে করোনা ভ্যাকসিন, অক্সিজেন, হাসপাতালের বেহাল অবস্থা, অভাব, কর্মহীনতা, নদীতে করোনা রোগীর মৃতদেহ, সব মিলিয়ে মোদি হাওয়া বিলীন, গেরুয়া ফানুস চুপসে যাওয়ার সন্ধিক্ষণে মমতাকে সামনে রেখে গোটা দেশে বিজেপি বিরোধী যে আওয়াজ উঠেছে, তার সূচনা বঙ্গভূমিতে থেকেই হওয়াটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

একটা বিজেপি বিরোধী জোট গঠন শুধু সময় ও সঠিক পরিস্থিতির অপেক্ষা।

 

spot_img

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...