ব্যাঙ্কগুলিকে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত পলাতক বিজনেস আইকন বিজয় মালিয়ার (Vijay Mallya) সম্পত্তি বিক্রি করার অনুমতি দিল বিশেষ আদালত ৷ শনিবার এই অনুমতি দিল প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) আদালত ৷
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) জেনারেল ম্যানেজার মল্লিকার্জুন রাও এই বিষয়ে বলেন, বকেয়া ৫৬০০ কোটি টাকার ঋণ শোধ করতে ব্যাঙ্ককে বিজয় মালিয়ার সম্পত্তি বিক্রির অনুমতি দিয়েছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট আদালত ৷ এই সম্পত্তি আগে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)-এর আওতাভুক্ত ছিল ৷

তিনি আরও বলেন, এবার মালিয়ার সম্পত্তি বিক্রি করতে পারবে ব্যাঙ্ক ৷ আমরা এবার আমাদের পাওনা বুঝে নিতে পারব ৷
