গুরুত্ব বাড়ল অভিষেকের, এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

মেগা শীর্ষ বৈঠকে দলে গুরুত্বপূর্ণ রদবদল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গুরুত্ব বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benarjee)। যুব তৃণমূল সভাপতির পদ থেকে সরলেন অভিষেক। তাঁকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হল। অভিষেকের জায়গায় যুব তৃণমূল সভানেত্রী হলেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। গুরুত্বপূর্ণ পদে আনা হল তৃণমূল মুখপাত্র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে (Kunal Ghosh)। দলের মেগা শীর্ষ বৈঠকে প্রথমেই এক ব্যক্তি এক পদের কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, দলের রদবদল শুরু হয়েছে। এক মাস ধরে এই প্রক্রিয়া চলবে। তারপরে যে যে পদে রদবদল হয়েছে তা ঘোষণা করেন মমতা।

 

তৃণমূলের যে যে পদে রদবদল –

 

• সর্বভারতীয়  সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

 

• যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ

 

• মহিলা সভানেত্রী কাকলি ঘোষদস্তিদার

 

• রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ

 

• আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন

 

• কৃষক ও ক্ষেতমজুর সেলে সভাপতি পূর্ণেন্দু বসু

 

• সাংস্কৃতিক সেলের প্রধান রাজ চক্রবর্তী

 

• বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী মালা রায়

• রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়,

আশিস চক্রবর্তী,  অসীম মাজি,

বেচারাম মান্না।

 

 

দলের সাধারণ সম্পাদক হওয়ার জন্য কুণাল ঘোষকে অভিনন্দন জানিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, জাতীয় স্তরে আরো মুখ আনা হবে।

 

মমতা বলেন, সরকারি সব কাজ যেন ঠিকভাবে হয় সেদিকে নজর দিতে হবে। জোর দিতে হবে উত্তরবঙ্গের সংগঠনের উপর। শিক্ষার সেলকে ঢেলে সাজানো হবে। বালি, কয়লায় বিজেপি জড়িত। দলীয় কর্মীদের সেখান থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন মমতা।

 

Previous articleমালদহের গঙ্গায় ভাসছে মৃতদেহ, তুমুল চাঞ্চল্য এলাকায়
Next articleবিজয় মালিয়ার সম্পত্তি বিক্রি করার অনুমতি দিল আদালত