Saturday, May 17, 2025

Grandmother of Birbhum পুষ্পরানি সরকার এখন ইউটিউবের সেরা ফুডব্লগার

Date:

Share post:

সাদামাটা মানুষটি। আরো সাদামাটা তাঁর পোশাক। কথাবার্তায় নেই চাকচিক্য। নেই আভিজাত্যের ভাষা মাধুর্য। তবু তিনি সুপার ডুপার হিট। তিনি বীরভূমের ঠাকুমা ৮২ বছরের পুষ্পরানি সরকার (82 year old Pushparani Sarkar, Grandmother of Birbhum)। দেহাতি এক বৃদ্ধা ঠাকুমাই এখন বিশ্বের তাবড় ফুড ব্লগারদের (top food blogger) মধ্যে একেবারে প্রথমদিকে। খোলা আকাশের নিচে, খড়ের ঘরের দাওয়ায় বসে সেকালের ঘরোয়া বাঙালি পদ রান্না করে দেশ-বিদেশের সবাইকে একেবারে তাক লাগিয়ে দিচ্ছেন পুষ্পরানি দেবী। নানা রকমের ইলিশ ভাপা, দেশি কই, শোল বোয়াল, লইট্যা মাছের পদ, কাঁচকলার কোফতা, আচারি চিকেন, কচুর শাক, থানকুনি পাতার চচ্চড়ি, লাউয়ের ঘণ্ট, কুমড়ো ফুলের বড়া চচ্চড়ি, আমের আচার, বাঁশ পাতার আচার.. জিভে জল আনা এইসব পদগুলি রান্না করেই ইউটিউবে (Youtube) সুপার হিট ‘Grandmother of Birbhum’ । পুষ্পরানি সরকারের রান্নার ভিডিও আপলোড হলেই তা দেখে ফেলেন নেটদুনিয়ার লক্ষ লক্ষ দর্শক। আর তাতেই লক্ষ লক্ষ টাকা আয় হচ্ছে বীরভূমের ইলামবাজারের বাসিন্দাএই বৃদ্ধা ও তাঁর পরিবারের।

ইউটিউবে পুষ্পারানি সরকারের চ্যানেলের নাম ‘ভিলফুড’ (Vilfood)। ২০১৬ সালে চ্যানেলটি (YouTube channel) শুরু হয়েছিল। আজ চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ( channel subscriber)১৫ লক্ষেরও বেশি। ফেসবুকেও (Facebook page villfood)‘ভিলফুড’-এর একটি পেজ রয়েছে। তাতে পুষ্পরানিদেবীর নাতি কাজল সরকারের ই-মেল আইডি দেওয়া রয়েছে। আর সেখানেও লাইকের সংখ্যা চার লক্ষের বেশি। শুধুমাত্র ইউটিউব থেকেই সরকার পরিবারের আয় হয় বছরে প্রায় ১০ -১২ লক্ষ টাকা হয় ।

ভাবছেন তো কী এমন আছে এই ভিডিওগুলো তে?

পুষ্পরানি সরকার (Pushparani Sarkar) খড়ের ছাউনি দিয়ে ঘেরা তাঁর রান্নাঘরে রান্না করেন শীল-নোড়ায় পেষা মশলা আর বাগানের সবজি দিয়ে (82 year old Pushparani Sarkar)। আর সেই রান্নার ভিডিয়ো ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে যায় রাজ্য, দেশের সীমানা পারে করে বিদেশে। ‘ভিলফুড’ চ্যানেলের চিনের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪৬ হাজার। এ ছাড়া রয়েছে, বাংলাদেশ,আফ্রিকা, তুরস্ক, ইংল্যান্ড, আমেরিকা। পুস্পরানি কোনও রান্নার ভিডিয়ো আপলোড করলে ২৪ ঘণ্টার মধ্যে তার ভিউয়ার হয়ে যায় এক লক্ষ।ইউটিউব সংস্থা ২০২০ সালে তাঁর চ্যানেল ভিলফুড ব্লগকে গোল্ড প্লে (gold play award of YouTube)সম্মান দিয়েছে।

 

spot_img

Related articles

মেসি বনাম ইয়ামালের পায়ে পায়ে লড়াই দেখার সুযোগ ফুটবল বিশ্বের

প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী। এতদিন ধরে যে জল্পনা চলছিল অবশেষে তাকে সিলমোহর পড়লো।ফিনালিসিমা (Finalissima) হবে, অর্থাৎ লিওনেল মেসি বনাম...

গরম দুধ ঢেলে নাবালককে খুনের চেষ্টার অভিযোগ! অবশেষে জালে বিজেপি নেতা

গরম দুধ ঢেলে নাবালককে খুনের চেষ্টার পরে পালিয়ে থেকেও রেহাই মিলল না। ঘটনার ২৮ দিনের মাথায় ঝাড়খণ্ডের পাকুর...

JNU-এর পরে রুড়কি আইআইটি, বাতিল তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি

তুরস্কের সঙ্গে সব ধরনের বয়কটের পথে কেন্দ্রের মোদি সরকার। আরএসএস সাংগঠনিক নেতৃত্বের পক্ষ থেকে তুরস্কের সঙ্গে কূটনৈতিক ও...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১৭ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...