Tuesday, August 26, 2025

দক্ষিণবঙ্গে এক দিনে বাজ পড়ে মৃত্যু ২৬ জনের, মৃতদের বাড়ি যাবেন অভিষেক

Date:

Share post:

রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত্যুর হল ২৬ জনের। আহত হয়েছে আরও কয়েক জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে মৃতদের পরিবারের প্রতি সমবেদন প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধ এবং বৃহস্পতিবার তিনি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মৃতদের পরিবারের প্রতি সমবেদন জানিয়েছেন। সেই সঙ্গে কেন্দ্রের তরফে মৃতদের পরিবার পিছু আর্থিক অনুদানের কথা ঘোষণা করা হয়েছে।

সোমবার হুগলিতে ১১ জন এবং মুর্শিদাবাদে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া দুই মেদিনীপুরে ২ জন করে মারা গিয়েছেন। বাঁকুড়া এবং নদীয়া থেকেও মৃত্যুর খবার পাওয়া গিয়েছে।

মৃতদের বাড়িতে যাওয়ার কর্মসূচির কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।

এমন নজিরবিহীন ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রপাতে যাঁরা নিজের স্বজন হারালেন তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে যান।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে লেখেন, “বাংলার বিভিন্ন জায়গায় বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ভীষণ দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমাবেদনা রইল। প্রার্থনা করি আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন।”
Advt

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...