আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ, খবর পেয়ে মৃত্যু নির্যাতিতার মায়ের

আদিবাসী এক তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাঁর বোনের সামনেই গণধর্ষণের অভিয়োগ উঠেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের হব্বিপুরের মঙ্গলপুরা গ্রামে। পএলাকাবাসীদের কাছ থেকে জানা গিয়েছে, এদিন তারা স্থানীয় একটি বিয়ের বাড়িতে গিয়েছিল । বাড়ি ফেরার পথে রাস্তায় দুইটি মোটরবাইক দুই বোনের পথ আটকায়। তাদের রাস্তা থেকে তুলে নিয়ে যায় পাশের একটি পুকুর পাড়ে। সেখানে ছোট বোনকে হেনস্থার পরে বড় বোনকে গণধর্ষণ করে বলে অভিযোগ। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে যেতেই অভিযুক্তরা একজন বাদে সকলে পালিয়ে যায়। একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনার খবর পেয়ে দুই তরুণীর মা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, হবিবপুর এলাকায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুই বোনকে নিয়ে যায়। প্রাথমিকভাবে জেরায় জানা গিয়েছে, ছোট বোনকে হেনস্থা করা হয়েছে। বড় বোনকে গণধর্ষন করা হয়েছে। তাদের চিকিৎসা করানো হচ্ছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ শুরু হয়েছে।