Saturday, August 23, 2025

করোনায় মৃতের সংখ্যায় গরমিল বিহারে, পুনর্গণনায় একলাফে বাড়ল ৪০০০

Date:

Share post:

শুরু থেকেই একাধিক রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল করোনায় মৃতের(Corona death) সংখ্যা ধামাচাপা দেওয়ার। জাতীয় সংবাদ মাধ্যমতো বটেই বিষয়টি নিয়ে সরব হয়েছিল আন্তর্জাতিক সংবাদ মহলও। এবার তারই প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল প্রতিবেশী রাজ্য বিহারে(Bihar)। করোনায় দ্বিতীয় ঢেউয়ে বিহারে কত জনের মৃত্যু হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠতেই মৃতের সংখ্যা পুনর্গণনার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর(health ministry)। এরপর বুধবার সেই রিপোর্ট হাতে আসার পর জানা যায় ৫ হাজার নয় বরং সাড়ে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে দুটি ঢেউ মিলিয়ে।

বিহারের স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত এই রাজ্যে মৃতের সংখ্যা দেখানো হচ্ছিল সাড়ে ৫ হাজারের নিচে। তবে হিসাবে গরমিল হয়েছে তা অনুমান করেই ফের নতুন তথ্য দেওয়া হয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। সেখানে দেখা যায় নতুন করে আরও ৩ হাজার ৯৫১ জনের মৃত্যু যোগ করা হয়েছে। ফলে বর্তমানে এই রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৪২৯। এদিকে এই গরমিল প্রকাশ্যে আসতেই অতীতের বক্তব্য ফের একবার তুলে ধরে সরব হয়েছে বিরোধীরা। অভিযোগ তোলা হয়েছে যে সংখ্যাটা বর্তমানে দিয়েছে সরকার সেটাও ঠিক নয়। বহু মৃত্যু কার্যত ধামাচাপা দিয়েছে নীতীশ সরকার(Nitish government)।

আরও পড়ুন:আজই দেখা যাবে ‘রিং অফ ফায়ার’, জেনে নিন কোথায় দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

সরকারিভাবে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে মৃত্যু গুলি ঠিক কোন সময় হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য না দিলেও জানানো হয়েছে ৩৮ জেলায় কোথায় কতজন মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নতুন হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে পাটনাতে মৃত্যু হয়েছে ২৩০৩ জনের। এরমধ্যে গরমিলের পর যোগ করা হয়েছে ১০৭০ জনের নাম। মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সুস্থতার হারেও বদল এসেছে। আগে রাজ্যে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ বলা হলেও বর্তমানে তা কমিয়ে ৯৭.৬৫ শতাংশ করা হয়েছে।

Advt

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...