Sunday, August 24, 2025

শিক্ষক অসীম মণ্ডলের উদ্যোগে আবারও দুর্গতদের সাহায্যে ‘পাশে আছি সুন্দরবন’

Date:

Share post:

ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে বিপর্যস্ত সুন্দরবনের মানুষকে ভরসা যোগাচ্ছে ‘পাশে আছি সুন্দরবন’। রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র সহ বেশ কিছু শুভাকাঙ্খী মানুষজন এবং বেশ কয়েকটি সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের শিক্ষক অসীম মণ্ডলের উদ্যোগে ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে ‘পাশে আছি সুন্দরবন’।

ইয়াস পরবর্তী উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার ইয়াসে বিপর্যস্ত সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ‘পাশে আছি সুন্দরবন’-এর স্বেচ্ছাসেবীরা সরকারী কোভিড বিধি মেনে নিত্যপ্রয়োজনীয় জিনিস, যেমন আলু,পেঁয়াজ, মুসুর ডাল, নুন, সোয়াবিন, মশারী থেকে শুরু করে ঔষধ সহ আরো অন্যান্য দরকারী সামগ্রী প্রায় কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে দিয়েছে। উত্তরের হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে দক্ষিণের সাগর, পাথরপ্রতিমা, গোসাবা থেকে শুরু করে সুন্দরবনের বিস্তৃত অঞ্চলে কয়েক হাজার মানুষের মুখে হাসি ফুটিয়েছে অসীম মণ্ডলের উদ্যোগে এই ‘পাশে আছি সুন্দরবন’।

গত বছর আমফানের পরেও সুন্দরবনের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন অসীম মণ্ডলের উদ্যোগে এই ছাত্র-শিক্ষক দল। এবারেও তার অন্যথা হয়নি। ইয়াস পরবর্তী বিপর্যস্ত সুন্দরবনের পাশে আবারও এই মানবিক উদ্যোগ। এছাড়াও অসীম মণ্ডলের সুন্দরবনের যাওয়া এবং ত্রাণ সঠিকভাবে সঠিক মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার পদ্ধতি এবং ওনার সুন্দরবনের প্রতি ধারণা বহু মানুষকে অনুপ্রেরণা জোগায় এবং বহু মানুষ ও বহু স্বেচ্ছাসেবী সংস্থাও ওনার ওই গাইডলাইন দেখেও বিভিন্ন মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে। শিক্ষক অসীম মণ্ডলের উদ্যোগে বারবার সুন্দরবনের মানুষদের হাসি ফুটিয়েছে ‘পাশে আছি সুন্দরবন’।

আরও পড়ুন- কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ? মুর্শিদাবাদে তুঙ্গে জল্পনা

Advt

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...