শনিবার থেকে শুরু হচ্ছে ইউরো কাপ( euro cup 2021 )। এই প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে গোটা ইউরোপ জুড়ে। ইউরোপের ১১ টি শহরে আয়োজিত হতে চলেছে ইউরো কাপ।

আর কিছু ঘণ্টা পরেই ঢাকে কাঠি পড়তে চলেছে ইউরো কাপের। প্রথম ম্যাচে ইতালি মুখোমুখি তুরস্ক। এই প্রথমবার ইউরো কাপের ইতিহাসে কোনও একটা বা দুটি দেশ নয়, ইউরো কাপের আসর বসছে ১১টি দেশের ১১টি স্টেডিয়ামে।

ইউরো সেরার লড়াই শুরু আগে এক ঝলকে দেখে নেওয়া যাক ইউরো কাপের গ্রুপ

ইউরো কাপের গ্রুপ –
গ্রুপ ‘এ’ তে রয়েছে: ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক এবং ওয়েলস।


গ্রুপ ‘বি’ তে রয়েছে : বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং রাশিয়া।


গ্রুপ ‘সি’ তে রয়েছে : অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, নর্থ মেসিডোনিয়া এবং ইউক্রেন।

গ্রুপ ‘ডি’ তে রয়েছে : ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড এবং স্কটল্যান্ড।

গ্রুপ ‘ই’ তে রয়েছে : পোল্যান্ড, স্লোভাকিয়া, স্পেন এবং সুইডেন।

গ্রুপ ‘এফ’ তে রয়েছে : ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি এবং পর্তুগাল।
ইউরো কাপে সেমিফাইনাল হবে ৬ এবং ৭ জুলাই। ফাইনাল হবে ১১ জুলাই।

এবার একনজরে দেখে নেওয়া যাক কোন কোন স্টেডিয়ামে হত চলেছে বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় এই প্রতিযোগিতা

১) ইংল্যান্ডে ওয়েল্বলি স্টেডিয়াম, ২) ইতালির স্টাডিও অলিম্পিকো, ৩) জার্মানির আলিয়াঁজ এরিনা, ৪) স্পেনের লা কার্তুজা, ৫) নেদারল্যান্ডসের জোহান ক্রুয়েফ এরিনা, ৬) আজারবাইজানের অলিম্পিক স্টেডিয়াম, ৭) রোমানিয়ার এরিনা ন্যাশনালা, ৮) হাঙ্গেরির পুসকাস এরিনা, ৯) ডেনমার্কের পার্কেন স্টেডিয়াম, ১০) স্কটল্যান্ডের হ্যাম্পডেন, ১১) রাশিয়া ক্রেস্তোভস্কি স্টেডিয়াম।
আরও পড়ুন:সালকিয়া টু বায়ার্ন মিউনিখ, শুভ পালের স্বপ্নের সফর