Monday, May 19, 2025

মানুষের পাশে কামারহাটির বিধায়ক মদন মিত্র, যোগাযোগের জন্য দিলেন তিনটি নম্বর

Date:

Share post:

কামারহাটিতে ৩৫ হাজারের বেশি ভোটে জিতেছেন তৃণমূল নেতা মদন মিত্র। এবার ত্রাণ বিলির কাজে ময়দানে নেমে পড়েছেন কামারহাটির বিধায়ক। বাড়িতে বাড়িতে শুকনো খাবার পৌঁছে দিচ্ছে কামারহাটির ডেভেলপমেন্ট সোসাইটি এ কথা ফেসবুক লাইভে এসে জানিয়েছেন মদন মিত্র।

মদন জানিয়েছে, কামারহাটির ৯৮টি গ্রুপ সারা বাংলায় ত্রাণ বিলি করছে। ত্রাণ বিলির খতিয়ান তুলে ধরে তৃণমূল বিধায়ক বলেছেন, “কামারহাটির ছেলেরা গঙ্গাসাগরেও পৌঁছে গিয়েছে। সরকারি টাকায় ত্রাণ দেওয়া হয়নি। যে যেমন পেরেছেন সেই অনুযায়ী ত্রাণ দিয়েছেন। কেউ পাঁচ কেজি চাল কেউ একটা কুমড়ো দিয়েছেন।”

মদন মিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনটি নম্বর দিয়েছেন। যেখানে মানুষ যোগাযোগ করতে পারবেন। নম্বর তিনটি হল ৯৯০৩৩৮৯১১১, ৯৯০৩৩৭৮১১১ ও ৮৪২০৬৬৬৬৬। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মদন মিত্র লাইভে এসে ঢালাও প্রশংসা করেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তারদের। বলেন, “আমরা একটা সেফ হোম করেছিলাম। গতকাল খবর পেলাম সেখানে ৮৬ জন ভর্তি। ৪৬ জন গুরুতর অসুস্থ রোগী ছিলেন। তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সাগর দত্ত মেডিক্যাল কলেজের ডাক্তারদের কোনও তুলনা নেই।” তিনি আরও বলেন, “এছাড়া আমরা অক্সিজেন পার্লার খুলেছিলাম। এখনও অবধি ২২০০-রে বেশি মানুষ অক্সিজেন পার্লারে অক্সিজেন পেয়েছেন।”

আরও পড়ুন-অসমের উদাস্তু মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণের হুঁশিয়ারি হিমন্তের

কামারহাটির বিধায়ক জানান, “কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি, “কবরখানা করে দিয়েছে, জল দিয়েছ। কামারহাটিতে আমরা একটা চারতলার লাইব্রেরি করে দিয়েছি। তিনটি পার্ক করেছি। কামারহাটি ফুটবল ডেভেলপমেন্ট সোসাইটি থেকে ৫০০ ক্লাবকে চারটি করে ফুটবল দেওয়া হয়েছে। সবার পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

spot_img

Related articles

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...

পাকিস্তানের অপারেশন! অজ্ঞাত আততায়ীদের হাতে খুন লস্কর নেতা সইফুল্লাহ

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...