Wednesday, November 12, 2025

বনদফতরের সহযোগিতায় মার্লিন গ্রুপ ও কেএসসিএইচ সুন্দরবনের ১৫০০ দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছালো

Date:

Share post:

কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ , মার্লিন গ্রুপ এবং রাজ্য বনদফতরের সহযোগিতায় সুন্দরবনে দুর্গতদের সাহায্যের জন্য একটি ত্রাণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল । দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত । এই কুলতলির দুর্গতদের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ।উপস্থিত ছিলেন ডিএফও মিলন মন্ডল ও মার্লিন গ্রুপের আধিকারিকরা ।

কুলতলির পাাঁচটি গ্রামের ১ হাজার পরিবারের মধ্যে ৫ টনেরও বেশি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস ডেল্টা দ্বীপপুঞ্জে আঘাত করার পর এই ত্রাণ কর্মসূচিটি ছিল সুন্দরবনের প্রথম সংঘটিত
ত্রাণ কার্যক্রম ।

শুধুমাত্র কুলতলি নয় গোসাবা, সাগরদ্বীপ, পাথরপ্রতিমার বিস্তীর্ণ অঞ্চলও ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত । ইতিমধ্যে ৪৩ হাজার গ্রামবাসীকে ১২ টন খাবার এবং ১৫০০ পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে ।

এই ত্রাণসামগ্রী সুন্দরবনের কান্টামারী, দেউলবাড়ি, আইওআই, কুলতলি প্রথম ও দ্বিতীয় সহ পাাঁচটি গ্রামে এক হাজারেরও বেশি পরিবারকে বিতরণ করা হয়। গ্রামবাসীদের হাতে পানীয় জল, চিড়ে, বিস্কুট, বাতাসা, সাবান, ব্লিচিং পাউডার , সাবান, ত্রিপল, মাস্ক এবং স্যানিটাইজার, ন্যাপকিন ইত্যাদি সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ।

মিলন মন্ডল ( ডিএফও, দক্ষিণ ২৪ পরগনা ) বলেছেন , সুন্দরবন অঞ্চলে ক্ষতিগ্রস্ত
মানুষকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। আমরা প্রথম থেকেই কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজের পাশাপাশি মার্লিন গ্রুপ এবং অন্যান্যদের সমর্থন পেয়েছি। এই উদ্যোগ প্রশংসনীয় ।

কেএসসিএইচ-এর প্ররতষ্ঠাতা সৌরভ
মুখোপাধ্যায় বলেছেন , “আমরা সুন্দরবনের মানুষের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। ভৌগলিক অবস্থানের কারণে সুন্দরবন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হয়। ইয়াসের তাণ্ডবেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা। বনদফতরের সাহায্যে এবং প্রথম কর্পোরেট সংস্থা হিসেবে মার্লিন গ্রুপ এই ত্রাণকার্যে এগিয়ে আসায় আমরা কৃতজ্ঞ।

আইএম কলকাতার প্রতিষ্ঠাতা সাকেত মােহতা, মার্লিন গ্রুপের সিএসআর বাহিনী এবং সংস্থার এমডি জানিয়েছেন , সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন তা অত্যন্ত প্রশংসাযোগ্য। শুধুমাত্র সুন্দরবন নয়, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাও ক্ষতিগ্রস্ত। সেখানেও আমরা ত্রাণ পৌঁছে দিতে চাই। আরও কর্পোরেট সংস্থা যদি এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তবে দুর্গতদের সাহায্য করা সরকারের পক্ষে অনেকটাই সহজ হবে। আমরা আশা রাখবো দ্রুত সুন্দরবন ও ক্ষতিগ্রস্ত এলাকা তার স্বাভাবিক জীবনের ছন্দ ফিরে পাবে।

spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...