Friday, November 7, 2025

‘বিজেপির ঘরের খবর মমতার কাছে ফাঁস করবেন মুকুল’, দলত্যাগে সন্দেহ তথাগতর

Date:

Share post:

বিজেপির(BJP) সঙ্গে ৪ বছরের সম্পর্ক কাটিয়ে অবশেষে তৃণমূলে ফিরে গিয়েছেন মুকুল রায়(Mukul Roy)। স্বাভাবিকভাবে মুকুলের এমন হঠাৎ সিদ্ধান্তে রীতিমতো আলোড়ন শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। মুকুল বিদায়ে দলের শীর্ষ নেতৃত্ব ‘ডোন্ট কেয়ার’ মনোভাব দেখালেও আদতে বিষয়টি যে এতটা সহজ নয় তা বেশ বুঝতে পারছে গেরুয়া শিবির। এহেন পরিস্থিতির মাঝেই এবার আশঙ্কার কথা শোনালেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথাগত রায়(Tathagata Roy)। মুকুলকে ‘ট্রোজান হর্স’-এর সঙ্গে তুলনা করে তথাগতর দাবি বিজেপির ঘরের খবর মমতা বন্দোপাধ্যায়ের হাতে তুলে দেবেন তিনি।

শুক্রবার মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের পর শনিবার একের পর এক টুইট করেন তথাগত। এবং সেই টুইটে তিনি দাবি করেন, মুকুল যে বিশ্বাসঘাতকতা করবেন এ কথা আগেই দলকে জানিয়েছিলেন তিনি। তবে দল তাকে গুরুত্ব দেয়নি। টুইটে তিনি লেখেন, ‘ট্রোজান হর্সের গল্প সবাই জানে। মুকুল সেই ট্রোজান হর্স। ওনাকে বিজেপিতে সবাই স্বাগত জানাল। উনি নেতাদের কাছ থেকে সব তথ্য জানলেন। এবার সেই তথ্য জানাবেন নেত্রীকে।’ শুধু তাই নয়, মুকুলের বিজেপি যোগ নিয়েও শুরুতে আশঙ্কা প্রকাশ করেছিলেন তথাগত। যদিও তৎকালীন সময়ে তিনি রাজ্যপাল থাকার কারণে এ বিষয়ে কিছু বলেননি। পরে দলে ফিরে কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি স্পষ্ট করেন তথাগত যদিও সেকথা কেন্দ্রীয় নেতৃত্ব কানে তোলেনি। মুকুল দল ছাড়ার পর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে সে কথা স্মরণ করিয়ে ফের টুইটে সরব হলেন তথাগত।

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...