Saturday, December 27, 2025

টানা ১৩ ঘণ্টা ছোটাছুটিই সার, পাঁচ হাসপাতালে বেড না পেয়ে বেঘোরে প্রাণ গেল প্রৌঢ়ের

Date:

Share post:

কার্যত লকডাউনের মধ্যে প্রায় ১৩ ঘণ্টা ধরে রোগীকে নিয়ে ছোটাছুটি করল পরিজনরা। কিন্তু কোথাও বেড মিলল না। কার্যত বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠল ফের কলকাতায়।

পরিবারের অভিযোগ, শহরের ৫ সরকারি হাসপাতালে গিয়েও মেলেনি চিকিৎসা। মৃত শ্যামনারায়ণ শাহ পার্ক স্ট্রিটের বাসিন্দা। পরিবারের দাবি, গতকাল সন্ধে ৭টা নাগাদ সেরিব্রাল অ্যাটাক হয় ৬০ বছরের ওই প্রৌঢ়ের।
রাত সাড়ে ১০টা নাগাদ প্রথমে এসএসকেএমে আনা হয়। সিটি স্ক্যান করে দেখা যায়, রোগীর মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে। সেখান থেকে এনআরএস মেডিক্যাল কলেজে রেফার করা হয়।
রাত সোয়া ১২টা নাগাদ সেখানে নিয়ে গেলেও বেডের অভাবে রোগীকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর, দেড়টা নাগাদ রোগীকে নিয়ে যাওয়া হয়, ন্যাশনাল মেডিক্যাল কলেজে।

সেখান থেকে রাত সাড়ে ৩টের সময় আরজি করে।সেখানেও জায়গা না হওয়ায়, ভোর ৫টার সময় নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে। কিন্তু সেখানেও বেড মেলেনি ।
শেষ পর্যন্ত কোথাও বেড না পাওয়ায় সোমবার ভোর সাড়ে ৫টায় ফের রোগীকে আনা হয় এসএসকেএমে। সেখানে ইমার্জেন্সিতে রোগীকে স্যালাইন দেওয়া শুরু হয়।
পরিবারের অভিযোগ , ঘণ্টাতিনেক জরুরি বিভাগে বিনা চিকিৎসায় পড়েছিলেন ওই রোগী। কিন্তু, সকাল ৯টা নাগাদ সেখান থেকেও রোগীকে সরিয়ে নিতে বলা হয়।
এরপর সহকারী সুপারের দ্বারস্থ হয় পরিবার।  সহকারী সুপার ভর্তির জন্য লিখে দেন। অভিযোগ, তারপরও ভর্তি নেওয়া হয়নি।
পরিবারের অভিযোগ, অনেক অনুনয় বিনয় করার পর, কোন বিভাগে ভর্তি তা নিয়ে নিউরো সার্জারি ও নিউরো মেডিসিনের টানাপোড়েন শুরু হয়।
ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে আরও
৩ ঘণ্টা ।এভাবে পড়ে থাকতে থাকতেই, সকাল ১১টা নাগাদ মৃত্যু হয় রোগীর।

এসএসকেএম-এর সুপার এপ্রসঙ্গে জানিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বেড না থাকলেও, আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি। ঠিক কী ঘটেছিল, খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

উদ্দেশ্যপ্রণোদিতভাবে বয়স্কদের হয়রানি করা হচ্ছে, CEO দফতরে চিঠি দেওয়ার পর অভিযোগ তৃণমূলের

উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষ-বয়স্কদের হয়রানি করা হচ্ছে। বাংলায় সবার মধ্যে অকারণে ভীতি তৈরি করা হচ্ছে। এটা বিজেপির ষড়যন্ত্র এবং...

বিজেপি কর্মী গ্রেফতার হওয়ায় থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি ‘উদ্ধত’ শুভেন্দুর!

দলীয় কর্মী গ্রেফতার হওয়ায় এবার নন্দীগ্রামে পুলিশকে ধমক দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে...

শান্তির বার্তা দিয়ে বাংলাদেশ বিদ্বেষ নিয়ে মুখ খুললেন জয়া

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন একাধিক তারকারা। এবার বড়দিনের শুভেচ্ছা জানাতে বাংলাদেশ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জয়া...

বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অত্যাচার! নিন্দায় সরব মুখ্যমন্ত্রী

বিজেপি রাজ্যজুড়ে বারবার পরিযায়ীদের উপর অত্যাচার। টার্গেট বাংলাভাষী, মূলত বাঙালি পরিযায়ী শ্রমিকরা। ইতিমধ্যে ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিকের...