Sunday, November 9, 2025

করোনায় বেহাল ব্যবসা, তাই বর্ষায় পর্যটকদের জন্য নজর মিনার খোলা রাখার আবেদন

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ ( second wave of coronavirus) ঢেউ থেকে বাঁচতে কড়া বিধিনিষেধের জন্য কার্যত মুখ থুবড়ে পড়েছে উত্তরবঙ্গের পর্যটন ব্যাবসা (tourism business of North Bengal)। স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়েছেন রিসোর্ট মালিকেরা (resort owner)। আর এরই মধ্যে বর্ষা এসে যাওয়ায় আগামী ১৬ জুন থেকে প্রতি বছরের মত তিন মাসের জন্য সমস্ত জঙ্গল বন্ধ হয়ে যাবে। ফলে আর পর্যটক আসবে না। দীর্ঘদিন ধরে জঙ্গল বন্ধ থাকার জন্য সমস্যায় পড়েছে জিপসি চালক সহ রিসোর্ট মালিকেরা। মূলত গরুমারা ও চাপরামরি জঙ্গলকে কেন্দ্র করে মূর্তি, ধুপঝোরা, চালসা, বাতাবাড়ি, মঙ্গলবাড়ি, মাথাচুলকা এলাকার পর্যটন ব্যাবসা চলে। টানা এই জঙ্গল বন্ধের জেরে ওই সমস্ত এলাকার অর্থনৈতিক অবস্থার আরো অবনতি হবে।এই পরিস্থিতিতে বর্ষার তিন মাস চাপরামরি ও গরুমারা মেদলা নজর মিনার (watchtower) পর্যটকদের জন্য খোলা রাখার আবেদন জানানো হলো। সোমবার রিসোর্ট মালিকদের সংগঠন গরুমারা টুরিজম ওয়েলফেয়ার এসোসিয়েসন ও মূর্তি জিপসি ওনার্স এসোসিয়েসনের তরফে গরুমারা নর্থ ও সাউথ রেঞ্জের রেঞ্জারকে ওই আবেদনের ভিত্তিতে লিখিত স্মারকলিপি দেওয়া হয়। সংগঠন সূত্রে খবর, চাপরামরি ও মেদলা নজরমিনার দুটো মূল জঙ্গল থেকে অনেকেটাই বাইরে।তাছাড়া গত বছর বর্ষায় চাপরামরি নজরমিনার খোলা ছিল। এবছরও যাতে সেগুলো খোলা রাখা হয় সেই বিষয়ে এদিন দুই রেঞ্জারের মাধ্যমে ডি এফ ও কে স্মারকলিপি পাঠানো হয়। গরুমারা নর্থ এর রেঞ্জার সরোদমনি ছেত্রী বলেন, দাবিপত্র পেয়েছি।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।এদিনের এই স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন রিসোর্ট এসোসিয়েসনের সম্পাদক দেবকমল মিশ্র, সভাপতি তজমল হক, সহ সম্পাদক শেখ জিয়াউর রহমান, জিপসি এসোসিয়েসনের সম্পাদক সামিন আহমেদ ফেরদৌস, পরিচালক মজিদুল আলম প্রমুখ।

 

spot_img

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...