অমানবিক! কল্যাণীতে সারমেয়র পিঠে গেঁথে দেওয়া হল ধারালো অস্ত্র!!

সারমেয়র পিঠে গেঁথে ধারালো অস্ত্র!অঝোরে ঝরছে রক্ত! চরম অমানবিক প্রথার সাক্ষী থাকল নদিয়া কল্যাণী।এই দৃশ্য দেখা গিয়েছে কল্যাণী মেডিকেল কলেজের সামনে ঘুরে বেড়ানো এক সারমেয়র পিঠে।
কাঠের কাজের সাথে যুক্ত ধারালো অস্ত্র তার পিঠে গাঁথা অবস্থায়, আফরান ছুটে বেড়াচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত! অঝোরে ঝরছে রক্ত। ওই রাস্তা দিয়েই অনুকূল মোড়ের বাসিন্দা নিবাস মন্ডল তার মেয়েকে নিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছিলেন । মেয়েকে একটি দোকানে বসিয়ে, প্রশাসনকে পুরো বিষয়টি জানিয়ে তিনি দোষীদের শাস্তির দাবি করেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন, সারমেয়টির প্রাথমিক চিকিৎসার জন্য।

তিনি জানান, চরম অমানবিক এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা জানতে পারা যায়নি। তবে , প্রশাসন খতিয়ে দেখলে নিশ্চয়ই এ চরম অমানবিক কুকর্মের দোষীদের গ্রেফতার করতে পারবে। কঠোরতম শাস্তি হোক অবলা এই প্রাণীদের হত্যার চেষ্টার কারণে।