বুধবার থেকে বাড়ানো হল স্পেশাল মেট্রোর সংখ্যা। আপাতত আপ-ডাউন নিয়ে মোট ৬ জোড়া অর্থাৎ ১২টি স্পেশাল মেট্রো চলবে। মেট্রোকর্মী-সহ ওই ট্রেনে উঠতে পারবেন হাসপাতাল, ব্যাঙ্ক বা সংবাদমাধ্যমের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাও।

রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা কমলেও এখনই পুরোদমে মেট্রো রেল চালু হচ্ছে না। তবে বুধবার থেকে মোট ১২টি স্পেশাল মোট্রো চলবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশাল মেট্রো চালানোর বিষয়টি জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয় করোনা বিধিনিষেধের মধ্যেই বুধবার থেকে মোট ৬ জোড়া মেট্রোরেল চালু করা হচ্ছে। অর্থাৎ আপ ও ডাউনে চলবে মোট ১২টি মেট্রোরেল। মেট্রো সূত্রে খবর, বুধ থেকে শনিবার আপাতত সপ্তাহে ৬ দিন সকাল সাড়ে ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে ট্রেন ছাড়বে। সন্ধ্যায় ওই ট্রেনগুলি সাড়ে ৪টে, ৫টা এবং সাড়ে ৫টায় ছাড়বে।

এই স্পেশাল মেট্রোরেলে উঠতে পারবেন না সবাই। এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে হাসপাতাল (ডাক্তার, নার্স, চিকিৎসাকর্মী), ব্যাঙ্ককর্মী, বিমা ও সংবাদপত্র কর্মী-সহ অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তবে এজন্য দেখাতে হবে পরিচয়পত্র।

আরও পড়ুন- বুধবারই অনাস্থা পেশ, মালদহ জেলা পরিষদ তৃণমূলের দখলে আসা শুধু সময়ের অপেক্ষা
